• কমলের ‘ডেটিং’ ফাঁদে ভিনরাজ্যের যুবকরাও, কসবা খুনে নতুন তথ্য
    বর্তমান | ২৬ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  কসবার হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আদর্শ লোসালকা খুনের ঘটনায় ধৃত তরুণী কমল সাহার ফাঁদে পড়েছেন ভিন রাজ্যের যুবকরাও। অভিযুক্তরা তাঁদের নগ্ন ভিডিও পাঠিয়ে ব্ল্যাকমেল করে টাকা হাতিয়েছে বলে অভিযোগ। কমলকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য পেয়েছে  পুলিশ। অভিযুক্ত কমল ও তার লিভ ইন পার্টনার ধ্রুব মিত্রের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে।

    খুনের ঘটনার তদন্তে নেমে অফিসাররা জানতে পারছেন, হোটেলের বিছানার চাদর ব্যবহার করা হয় আদর্শকে খুন করতে। ধৃত কমল পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে,  বিছানায় বসে সে ও ওই বহুজাতিক সংস্থার কর্মী বিয়ার খাচ্ছিল। যুবকের সঙ্গে বচসা শুরু হলে বিছানায় থাকা বেডশিট তোলে কমল। আদর্শকে ধরে রেখেছিল ধ্রুব। বালিস চাপা দেওয়ার পর ওই চাদর আদর্শের গলায় পেঁচিয়ে দেওয়া। সে ও ধ্রুব  ঘটনাটি ঘটায় বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে কমল। তারপর আদর্শকে লাথি মেরে মাটিতে ফেলে দেওয়া হয়। তদন্তে উঠে এসেছে, খুনের পর বেশ কিছুক্ষণ রুমে থাকার পর দু’জনে হোটেলের লনে বেরিয়ে আসে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, তারা চিন্তিতভাবে পায়চারি করছে। অভিযুক্ত কমল জানিয়েছে, পালানো ছাড়া যে আর কোনও পথ নেই, একথা বোঝার পরই  অ্যাপ বাইক বুক করে তারা। ধৃত কমল জিজ্ঞাসাবাদে জানিয়েছে, অনলাইনে ডেটিং অ্যাপ চালানোয় তাদের কাছে ভিন রাজ্যের ক্লায়েন্টও আসত। তাদের সঙ্গে মেসেজ চালাচালি করে বন্ধুত্ব জমানোর পর নগ্ন ভিডিও পাঠিয়ে ব্ল্যাকমেল করত। বাধ্য করত তাদের ইউপিআইয়ের মাধ্যমে টাকা পাঠাতে। এমনকি প্রতারণা করে টাকা আদায় করতে সে ও ধ্রুব ভিন রাজ্যে গিয়েছে। সেখানকার হোটেলে কোনও ধনী যুবককে ডেকে পাঠিয়ে মারধর করে টাকাপয়সা ও এটিএম কার্ড লুট করেছে। ওই কার্ড ব্যবহার করে টাকা তুলেছে বলে জেনেছেন তদন্তকারীরা। বাইরের কতজন প্রতারণার শিকার হয়েছে, জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।  
  • Link to this news (বর্তমান)