নিজস্ব প্রতিনিধি, হাওড়া: দুপুর তিনটেয় নির্ধারিত সময় থাকলেও প্রায় সাত ঘণ্টা পরেও প্ল্যাটফর্মের ট্রেন না আসায় যাত্রীদের বিক্ষোভ শালিমার স্টেশনে। স্টেশন মাস্টারের ঘরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান যাত্রীরা। অবশেষে রাত সাড়ে দশটায় ২ নম্বর প্লাটফর্মে ট্রেনের ঘোষণা করা হয়। যাত্রীদের বিক্ষোভ সামলাতে হিমশিম খেতে হয় জিআরপিকে। জানা গিয়েছে, এদিন দুপুর তিনটের সময় শালিমার স্টেশন থেকে মুম্বইগামী ১৮০৩০ এলটিটি এক্সপ্রেস ছাড়ার কথা ছিল। অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে গেলেও ট্রেন কখন প্ল্যাটফর্মে দেওয়া হবে তা ঘোষণা করা হয়নি। বারবার স্টেশন মাস্টারের কাছে জানতে চাইলেও কেউ উত্তর দিতে পারিনি বলে অভিযোগ। অবশেষে সন্ধ্যে সাতটা নাগাদ বিক্ষুব্ধ যাত্রীদের একাংশ স্টেশন মাস্টারের ঘরে ঢুকে বিক্ষোভ দেখান। যাত্রীদের সামলাতে ছুটে আসেন শালিমার জিআরপির আধিকারিকরা। শেষমেশ রাত সাড়ে দশটা নাগাদ ২ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের ঘোষণা করা
হয়। কেন সাত ঘন্টা পরেও
যাত্রীদের ট্রেনের জন্য অপেক্ষা করতে হলো, তা নিয়ে রেলের তরফে সদুত্তর মেলেনি। - নিজস্ব চিত্র