বাগবাজারে নিবেদিতার ম্যুরাল চত্বর থেকে সরিয়ে নেওয়া হল বাসের সারি
বর্তমান | ২৬ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার ‘বর্তমান’‑এ খবরের জেরে বাগবাজারের দেওয়ালে নিবেদিতার ম্যুরাল চত্বর থেকে সার দেওয়া গাড়ির সারি সরিয়ে দেওয়া হল। বুধবার ওই চত্বরে গিয়ে দেখা যায়, সেখানে ওই দেওয়ালজুড়ে থাকা ম্যুরাল ছাড়িয়ে কিছুটা দূরে সরিয়ে দেওয়া হয়েছে বাসের সারি। ফলে পথচলতি মানুষ ভালো করেই দেখার সুযোগ পাচ্ছেন নিবেদিতার জীবন‑কাহিনী নিয়ে এই ম্যুরাল।
শুধু তাই নয়, ওই চত্বর সাফাইও করা হয়েছে। কিছুটা অংশ ধোয়া হয়েছে জল দিয়েও। এমনকী পাথর দিয়ে তৈরি ভারতবর্ষের মানচিত্রের উপর যে নিবেদিতার মূর্তিটি আছে, সেই জায়গা থেকেও সরিয়ে দেওয়া হয়েছে বাস। স্থানীয় মানুষজনের বক্তব্য, শেষ পর্যন্ত যে এই সমস্যার একটা নিরসন হল, এটাই বড় স্বস্তির ও আনন্দের। আমরা চাই, ওখানে বাসের সারিতে যেন ওই ম্যুরাল ঢাকা না পড়ে যায়, সেই বিষয়ে পুরসভার উপযুক্ত নজরদারির।