• হোটেল ভাড়া নিয়ে তিনদিন ডিজিটাল অ্যারেস্ট, কোটি টাকা প্রতারণায় গ্রেফতার ২
    বর্তমান | ২৬ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: অভিনব কায়দায় ডিজিটাল অ্যারেস্টের শিকার হয়েছিলেন রাজারহাটের এক অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মী। তদন্তের জন্য প্রতারকরা তাঁকে একটি হোটেলে ডেকে পাঠিয়েছিল। তিনি নিউটাউনের একটি অভিজাত হোটেল তিনদিন রুম ভাড়াও নেন। কিন্তু, আসেননি কেউই। ভিডিও কলেই হয় ‘তদন্ত’! পরে সাত দফায় তিনি এক কোটি টাকা দিয়েও ফেলেন। ওই ঘটনায় নারায়ণপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন তিনি। অবশেষে কর্ণাটক থেকে অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করল নারায়ণপুর থানার পুলিশ। তাদের জেরা করে চক্রের বাকি সদস্যদের খোঁজ চলছে। টাকা উদ্ধারেরও চেষ্টা চলছে।

    পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম নবীন আর এবং ইন্দ্রধনুশ জে। দু’জনের বাড়ি কর্ণাটকের নরসিমা রাজা থানার মাইসোরে। সেখান থেকেই গ্রেফতার করা হয়েছে। তারপর ট্রানজিট রিমান্ডে তাদের নারায়ণপুরে নিয়ে আসা হয়েছে।

    প্রতারিত বৃদ্ধের বয়স ৭৫ বছর। তিনি নারায়ণপুর থানার অন্তর্গত রাজারহাটের একটি আবাসনে থাকেন। গত ৮ সেপ্টেম্বর তাঁর কাছে প্রথম ফোন আসে। প্রতারকরা নিজেদের বেঙ্গালুরু পুলিশ বলে পরিচয় দিয়েছিল।

    পুলিশ আধিকারিকের ফোন পেয়ে ওই বৃদ্ধও চমকে যান! তাঁকে জানানো হয়, আপনার সিমকার্ড ব্যবহার করে অবৈধ বিজ্ঞাপন ছড়ানো হয়েছে। তিনি যুক্ত রয়েছেন মানব পাচারেও! তদন্তের জন্য সুপ্রিমকোর্টের একটি ভুয়ো নির্দেশিকাও তাঁকে পাঠানো হয়। সহযোগিতা না করলে ২ ঘণ্টার মধ্যে গ্রেফতারের হুমকি দেওয়া হয়।

    তারপরই প্রতারকরা তাঁকে বলেন, মুখোমুখি জেরা করা হবে। আধারকার্ড এবং প্যানকার্ড নিয়ে কোনও হোটেলে আসুন। পরদিন ৯ সেপ্টেম্বর তিনি নিউটাউনের একটি অভিজাত হোটেলের রুম বুক করেন। তিনদিন সেখানে ছিলেন। কেউ আসেননি। প্রতারকরা তাঁকে জানিয়েছিল, অ্যাকাউন্টে গচ্ছিত সমস্ত টাকা পাঠান। যাচাই করে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে অ্যাকাউন্টে ফেরত চলে যাবে। কেসও ক্লোজ হবে। কিন্তু, টাকা নেওয়ার পর প্রতারকরা গায়েব! গত ৬ অক্টোবর নারায়ণপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন ওই প্রতারিত বৃদ্ধ।
  • Link to this news (বর্তমান)