• স্কুলের গ্যাস সিলিন্ডার চুরি, মিড ডে মিলের বদলে ছাত্রদের বিস্কুট
    বর্তমান | ২৬ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বারুইপুর: স্কুলের রান্নাঘরের তালা ভেঙে চুরি হয়ে গেল চারটি গ্যাস সিলিন্ডার। মিড ডে মিলের রান্না করতে এসে মাথায় হাত রাঁধুনিদের। রান্না করাই যায়নি। পরিস্থিতি সামলাতে ছাত্রদের বিস্কুট দেওয়ার ব্যবস্থা করেন শিক্ষকরা। ঘটনাটি ঘটেছে বারুইপুরের বেগমপুর পঞ্চায়েতের উত্তরভাগ কলোনি হাই স্কুলে। শুধু গ্যাস সিলিন্ডার নয়, শিক্ষকদের অভিযোগ, চুরি গিয়েছে ৪টি সাইকেলও।

    এক শিক্ষক নিতাই মণ্ডল বলেন, স্কুলের গেটের তিনটি তালা ভেঙে দুষ্কৃতীরা ঢুকেছিল ভিতরে। রান্নাঘরের তালাও ভাঙা হয়েছে। ভিতর থেকে খোয়া গিয়েছে চারটি গ্যাস সিলিন্ডার ও সাইকেল। মঙ্গলবার সকালে স্কুলে আসার পর ঘটনা জানাজানি হয়। এর আগেও এই স্কুলে চুরি হয়েছিল। থানায় অভিযোগ করা হয়েছে। বারুইপুর থানার পুলিশ তদন্তও শুরু করেছে। প্রসঙ্গত, কিছুদিন আগে চম্পাহাটি নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের রান্নাঘর থেকেও গ্যাস সিলিন্ডার চুরি হয়েছিল।
  • Link to this news (বর্তমান)