জাতীয় নির্বাচন কমিশনের সাম্প্রতিক ভূমিকা এবং সিদ্ধান্তকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস সরব হয়েছে। দলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন ২৩ নভেম্বর কমিশনকে চিঠি পাঠিয়ে প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করার অনুরোধ করেছিলেন। সেই আবেদন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরপর দুটি সতর্কতামূলক চিঠির পর অবশেষে নির্বাচন কমিশন সর্তক হয়ে কার্যক্রমে নড়েচড়ে বসেছে। শুক্রবার দিল্লির নির্বাচনী সদনে পাঁচ সদস্যের তৃণমূল প্রতিনিধি দলকে আলোচনার জন্য ডাকাও হয়েছে।
তবে এই আমন্ত্রণকেই কেন্দ্র করে আরও বড় প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, যদি নির্বাচন কমিশন সত্যিই স্বচ্ছতা এবং নিরপেক্ষতার কথা বলে, তবে মাত্র পাঁচজনের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করার পরিবর্তে কেন ১০ জন সাংসদের সামনে এই বৈঠক অনুষ্ঠিত হবে না। সমাজমাধ্যমে অভিষেক জানিয়েছেন, সরকারের মনোনীত সিইসি এবং অন্যান্য নির্বাচন কমিশনাররা জনগণের ভোটে নির্বাচিত সাংসদদের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন।