• রাজ্যের বাঙালিদের বাংলাদেশে ‘পুশব্যাক’ করা চূড়ান্ত অন্যায়
    দৈনিক স্টেটসম্যান | ২৬ নভেম্বর ২০২৫
  • সৈয়দ হাসমত জালাল

    বাংলাদেশে ‘পুশব্যাক’-এর অভিযোগে এবার চূড়ান্ত অস্বস্তিতে পড়ল কেন্দ্রীয় সরকার। বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালি বিবি-সহ ৬ জন পরিযায়ী শ্রমিককে দ্রুত ভারতে ফেরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ স্পষ্ট জানাল— অন্তর্বর্তী পদক্ষেপ হিসাবে কেন্দ্রকে অবিলম্বে ৬ জনকেই দেশে ফিরিয়ে আনতে হবে।

    এই রায় কার্যত বজায় রাখল কলকাতা হাইকোর্টের পূর্ববর্তী নির্দেশকে, যা চ্যালেঞ্জ করে কেন্দ্র শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল। হাইকোর্টে রাজ্য সরকারের করা আদালত-অবমাননার মামলার মধ্যেই এল সুপ্রিম কোর্টের এই কড়া নির্দেশ।

    গত ২৬ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে সোনালি বিবি-সহ ৬ জনকে বাংলাদেশে পুশব্যাকের নির্দেশ খারিজ করে দিয়ে নির্দেশ দিয়েছিল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চার সপ্তাহের মধ্যে তাঁদের দেশে ফিরিয়ে আনতে হবে। কিন্তু সেই নির্দেশ মানেনি কেন্দ্র। ফলে হাইকোর্টে তৃণমূল সরকার আবার আদালত অবমাননার মামলা দায়ের করে। ২৮ নভেম্বর কেন্দ্রকে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। এদিন সেই মামলাকে চ্যালেঞ্জ করে কেন্দ্রের করা পিটিশনই ওঠে সুপ্রিম কোর্টে।

    সুপ্রিম কোর্ট কড়া প্রশ্ন করে— ‘নথি সামনেই রয়েছে, তবু পুশব্যাক কেন?’ শুনানিতে কেন্দ্রীয় সরকারের পক্ষে সলিসিটার জেনারেল তুষার মেহেতা জানান, ‘আগামীকাল পর্যন্ত শুনানি মুলতুবি রাখা হোক, আমরা প্রস্তুত নই।’ প্রধান বিচারপতি সময় দিতে অস্বীকার করে বলেন— ‘তালিকায় না-থাকলে বলতেন এদিন শুনানি নেই। এখন তালিকায় রয়েছে এবং আপনারা শুনানি চাইছেন না!’ তিনি আরও বলেন, ‘ওঁরা বেআইনি অনুপ্রবেশকারী হলে পরে দেখা যাবে। কিন্তু জন্মের শংসাপত্র-সহ একাধিক নথি রয়েছে। সেক্ষেত্রে কীভাবে পুশব্যাক করা হল?’

    এরপর সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, প্রথমে তাঁদের ফিরিয়ে আনতে হবে। তারপর মামলার মূল বিষয় খতিয়ে দেখা হবে। মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে আগামী সোমবার, ১ ডিসেম্বর।

    রাজ্যের শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান ও তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানিয়ে সমাজমাধ্যমে লেখেন— ‘সোনালি বিবির নির্বাসনের মামলায় বাংলা-বিরোধী বিজেপি বড় ধাক্কা খেল। কোনও যাচাই ছাড়াই কীভাবে অন্তঃসত্ত্বা সোনালি ও অন্যদের বাংলাদেশে পাঠানো হল— আদালত কেন্দ্রেকে এই কঠিন প্রশ্ন করেছে।’

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)