• SSC নিয়ে সুপ্রিম শুনানি, উচ্চ প্রাথমিকে শূন্য পদের কাউন্সেলিং-এর দিনক্ষণ, দিনভর আর কী খবরে নজর?
    এই সময় | ২৬ নভেম্বর ২০২৫
  • পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। বুধবার এই শুনানির দিকে থাকবে নজর।

    হাই কোর্টের নির্দেশ মানেনি রাজ্য সরকার। নির্ধারিত সময়ে নিয়োগ করা হয়নি উচ্চ প্রাথমিকের শিক্ষক পদপ্রার্থীদের। এ বিষয়ে আদালত অবমাননার মামলায় শুনানি রয়েছে আগামী ২৭ নভেম্বর। তার আগে আজ ২৬ নভেম্বর প্রকাশিত হতে পারে উচ্চ প্রাথমিকের বাকি থাকা শূন্য পদের কাউন্সেলিং-এর দিনক্ষণ।

    UCL-এ মেগা ম্যাচ। রাত দেড়টার সময় রয়েছে তিনটে বড় ম্যাচ। মুখোমুখি হচ্ছে অলিম্পিয়াকোস বনাম রিয়াল মাদ্রিদ, লিভারপুল বনাম পিএসভি, আতলেতিকো মাদ্রিদ বনাম ইন্তার মিলান। তিনটি বড় ম্যাচে কী হয় সেই দিকে থাকবে নজর।

    গুয়াহাটি টেস্টের শেষ দিনে ভারতের লক্ষ্য ম্যাচ ড্র। জয়ের জন্য দরকার ৫২২ এবং দক্ষিণ আফ্রিকার দরকার ৮ উইকেট। বুধবার এই ম্যাচের দিকে থাকবে নজর।

  • Link to this news (এই সময়)