• সুন্দরবনে বাঘ গণনার কাজ! বসানো হচ্ছে ক্যামেরা...
    আজকাল | ২৬ নভেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সুন্দরবনে শুরু হল বাঘ গণনার কাজ। বনদপ্তর এর পক্ষ থেকে জঙ্গলে লাগানো হচ্ছে একাধিক ক্যামেরা। জানা গিয়েছে, পর্যটকদের জন্য বন্ধ হতে চলেছে সুন্দরবন। শীতের শুরুতে সুন্দরবনে পর্যটকদের ক্যামেরাবন্দি হয়েছে একাধিকবার। এবার বনদপ্তর এর পক্ষ থেকে সুন্দরবনে শুরু গণনার কাজ।

    দক্ষিণ ২৪ পরগনার বনবিভাগের অধীনে সুন্দরবনের গহণ অরণ্যে মোট ৩২০ টি ক্যামেরা বসানো হবে। মাতলা রেঞ্জে ৪০ টি, রায়দিঘি রেঞ্জে ১৪০ টি ও রামগঙ্গা রেঞ্জে ১৪০ টি ক্যামেরা বসানো হবে। ৩০ নভেম্বর পর্যন্ত ক্যামেরা বসানোর কাজ চলবে। মাতলা রেঞ্জে একটি ও রায়দিঘি এবং রামগঙ্গা রেঞ্জে ৪ টি করে দল এই কাজ করবে।  মূলত ইনফ্রা-রে প্রযুক্তির ক্যামেরা ব্যবহার করা হবে। খবর অনুযায়ী ক্যামেরাগুলো প্রায় ৪৫ দিন পরে পুনরায় খুলে নেওয়া হবে।

    সব মিলিয়ে ৪১০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে সুন্দরবনের 'রাজা'র গতিবিধি নজরবন্দি করবে এই ক্যামেরা। ৪৫ দিন ধরে ক্যামেরায় ছবি তোলার মাধ্যমে  চলবে এই বাঘ গণনার কাজ। তবে এবারে শুধু বাঘেদের গতিবিধি আর খুনসুটি নয়, খাদ্যের যোগান কেমন সেটাও পর্যবেক্ষণ করা হবে। অর্থাৎ, জঙ্গলে তৃণভোজী প্রাণী যেমন হরিণ, বা বুনো শুকর সহ অন্যান্য প্রাণী যাদের বাঘ শিকার করে খায়, তাদের উপস্থিতি পর্যালোচনা করা হবে এই ক্যামেরা এর মাধ্যমে। 

    এবারই প্রথম এই উদ্যোগ নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এই কাজের জন্য একটি অ্যাপও তৈরি করা হয়েছে।  সুন্দরবন টাইগার রিজার্ভের এক আধিকারিক বলেন, "সুন্দরবনের জঙ্গলে বাঘের পর্যাপ্ত খাবার রয়েছে কিনা সেটা জানা খুবই জরুরি। কারণ এই তথ্যের উপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। দক্ষিণ ২৪ পরগনা আঞ্চলিক বন বিভাগ এবং সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আওতাধীন জঙ্গলে একসঙ্গে এই সুমারির কাজ হবে বলে ঠিক হয়েছে।" 

    ক্যামেরা কীভাবে বসাতে হবে, তার জন্য ইতিমধ্যেই বনকর্মীদের একপ্রস্থ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সূত্রের খবর, সব মিলিয়ে আড়াইশো কর্মীকে বিভিন্ন জায়গায় নিযুক্ত করা হবে। বন বিভাগের আধিকারিকরা জানান, "বাঘেদের আচরণ, দৌড়ে শিকার ধরার পদ্ধতি, শাবকদের নিয়ে মায়ের গতিবিধি, এসব আগেরবার ধরা পড়েছিল। এবারও আশা করা যাচ্ছে, আরও অনেক অজানা তথ্য হাতে আসবে।" বছর দুই আগে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ৯৬। মনে করা হচ্ছে এই বাদাবনে এখন একশোর বেশি বাঘের বসবাস। ব্যাঘ্র প্রকল্পের এক আধিকারিক বলেন, "শান্তভাবে এবং সুষ্ঠুভাবে বাঘ গণনা করার জন্য বিভিন্ন পদক্ষেপ করা হচ্ছে। ইতিমধ্যেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে কর্মীদের। যাতে সঠিকভাবে বাঘের পরিসংখ্যান পাওয়া যায় তার দিকেও নজর রাখা হচ্ছে। আশা করা হচ্ছে এবার বাঘের সংখ্যা অনেকটাই বাড়বে।"
  • Link to this news (আজকাল)