• SIR প্রক্রিয়ায় পারফর্ম্যান্স কেমন? সেই ভিত্তিতেই পুরভোটের টিকিট, TMC-তে বড় সিদ্ধান্ত
    আজ তক | ২৬ নভেম্বর ২০২৫
  • কলকাতা পুরসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস স্পষ্ট বার্তা দিয়েছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় কাউন্সিলরদের পারফরম্যান্সই হবে প্রার্থী বাছাইয়ের প্রধান মানদণ্ড। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ কলকাতার কাউন্সিলরদের সঙ্গে পৃথক বৈঠকে দলের শীর্ষ নেতৃত্ব জানিয়ে দিয়েছে, SIR-এ গাফিলতি করলে কাউন্সিলররা আগামী পুর নির্বাচনে টিকিট পাবেন না।

    অভ্যন্তরীণ কোন্দলেও কড়া বার্তা
    বৈঠকে কাউন্সিলর ও ওয়ার্ড সভাপতিদের বলা হয়েছে, 'অন্তর্দ্বন্দ্ব চলবে না। মতভেদ থাকলে তা এখনই মিটিয়ে ফেলতে হবে।' দলের বক্তব্য, নির্বাচনের আগে অপ্রয়োজনীয় দ্বন্দ্বে মাঠের কাজ ব্যাহত হলে তার মূল্য দিতে হবে।

    দিদির দূত অ্যাপে দ্রুত এন্ট্রি বাধ্যতামূলক
    সোমবার অনলাইনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর দিনেই জেলা নেতারা কাউন্সিলরদের স্পষ্ট করেছেন, দিদির দূত অ্যাপে সব ভোটারের নাম দ্রুত আপলোড করতে হবে। দলের এক নেতা বলেন, 'কোনও ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়লে বা মুছে গেলে অ্যাপের মাধ্যমেই তা তৎক্ষণাৎ বোঝা যাবে। কাউন্সিলরদের দায়িত্ব, একটিও নাম বাদ না যায়।'

    BLA-র সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ
    বুথ-স্তরের এজেন্টরা (BLA) অ্যাপে ভোটারদের উপস্থিতি, স্থানান্তর বা মৃত্যুর তথ্য দিচ্ছেন। কিন্তু অনেক জায়গায় এন্ট্রি কম হওয়ায় তৃণমূলের অসন্তোষ। এক কাউন্সিলর জানান, অনেক BLA অ্যাপে এন্ট্রি করছেন না। এ কারণে তথ্য আপডেট হচ্ছে না। তাই চাপ বাড়ছে।

    জানা গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে এন্টালি, বালিগঞ্জ ও বন্দর বিধানসভায় নিম্ন এন্ট্রি হার নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। 

    বৈঠকে উপস্থিত ছিলেন, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস, সাংসদ সুব্রত বক্সী সহ অন্যান্য জেলা নেতৃত্ব। তৃণমূল সূত্রে খবর, এই SIR প্রক্রিয়া শুধুমাত্র পুরসভা নির্বাচন নয়, আগামী বছরের বিধানসভা নির্বাচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তৃণমূলের মতে, এটাই হবে ভোটারদের প্রথম যাচাই। প্রতিটি পরিবারে কতজন ভোটার আছেন, এসআইআরে কঠোর পরিশ্রম করলে সব তথ্যই পরিষ্কার হবে।
     
  • Link to this news (আজ তক)