• রাতের অন্ধকারে কালীমন্দিরে চুরি! তদন্তে পুলিশ
    বর্তমান | ২৬ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: রাতের অন্ধকারে কালীমন্দিরের দরজার তালা ভেঙে বিগ্রহের গয়না চুরি! গতকাল, মঙ্গলবার গভীর রাতে হাওড়ার উলুবেড়িয়া পুরসভার ২৪ নং ওয়ার্ডের জগদীশপুরে শতমুখী শ্মশানে শ্রী শ্রী অভয়া কালী মন্দিরে ঘটেছে ঘটনাটি। বিগ্রহের গায়ে থাকা সমস্ত গয়না চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা। মন্দির কমিটির দাবি চুরি যাওয়া গয়নার মূল্য লক্ষাধিক টাকা। জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার গভীর রাতে দুই দুষ্কৃতী মন্দিরে ঢোকে।তারপরে মন্দিরের অফিসের দরজায় শিকল তুলে দেয়। এমনকি মন্দির চত্বরে থাকা সিসিটিভি ক্যামেরা কাপড় জড়িয়ে ঢেকে দেয়। এরপর দুষ্কৃতীরা মন্দিরের দরজার তালা ও দরজা ভেঙে বিগ্রহের গায়ে থাকা সমস্ত গয়না চুরি করে বলে অভিযোগ। এমনকি প্রণামী বাক্সে থাকা টাকা চুরি করে। সেই বাক্স মন্দির থেকে কয়েক মিটার দূরত্বে একটি জঙ্গলে ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। আজ, বুধবার সকালে চুরির বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত নেমেছে উলুবেড়িয়া থানার পুলিশ। ওই দুষ্কৃতীকে মন্দিরে প্রবেশ করতে দেখা গিয়েছে সিসিটিভির ফুটেজে। সেই ফুটেজ খতিয়ে দেখেই তদন্ত চালাচ্ছে পুলিশ। 
  • Link to this news (বর্তমান)