হাওড়ার জয়পুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের
বর্তমান | ২৬ নভেম্বর ২০২৫
সংবাদদাতা, উলুবেড়িয়া: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের। গতকাল, মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার জয়পুর থানার ঝিকিরার রায়পাড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত সিভিক ভলান্টিয়ারের নাম অভিজিৎ চাউলে (৩৪)। তিনি জয়পুর থানায় কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার রাতে অভিজিৎ কাজের শেষে বাইকে করে চেপে বাড়ি ফিরছিলেন।তখনই মাঝপথে রায়পাড়ার কাছে একটি ক্রংক্রিটের দেওয়ালে ধাক্কা মারেন তিনি। তারপরেই বাইক থেকে ছিটকে পড়ে যান অভিজিৎ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান ওই এলাকার বাসিন্দারা। যদিও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জয়পুর থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। কীভাবে ঘটল দুর্ঘটনা? তদন্ত শুরু হয়েছে।