‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ’, তরুণী নিগ্রহে চিনকে কড়া বার্তা দিল্লির
প্রতিদিন | ২৬ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাংহাই বিমানবন্দরে অরুণাচল প্রদেশ নিবাসী ভারতীয় মহিলাকে হেনস্তার ঘটনায় এবার চিনের বিরুদ্ধে সরব হল ভারত। এই ঘটনায় বিতর্কের ঝড় উঠতেই মঙ্গলবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্টভাষায় বেজিংকে জানিয়ে দিলেন, “অরুণাচল প্রদেশ ভারতের অভিন্ন ও অবিচ্ছেদ্য অংশ। এটা চিরন্তন ও অকাট্য সত্য। চিন যতই চেষ্টা করুক এই তথ্য কখনও বদলাবে না।”
গত শুক্রবার অরুণাচলের বাসিন্দা ভারতীয় তরুণী পেমা ওয়াংজাম থংডোককে বিমানবন্দরে হেনস্তার অভিযোগ ওঠে চিনের সাংহাই বিমানবন্দরে। বর্তমানে ব্রিটেনের বাসিন্দা প্রেমা গত শুক্রবার তিনি লন্ডন থেকে জাপানগামী বিমান ধরেছিলেন। পথে তিন ঘণ্টার জন্য সাংহাইয়ের পুদং এয়ারপোর্টে থামে তাঁর বিমান। চিনের অভিবাসন ডেস্ক থেকে পেমাকে বলা হয় যেহেতু পাসপোর্টে জন্মস্থান হিসাবে অরুণাচল প্রদেশ লেখা রয়েছে, তাই এই ভারতীয় পাসপোর্ট বৈধ নয়। কারণ অরুণাচল প্রদেশ চিনের অংশ। পেমার পাসপোর্ট বাজেয়াপ্ত করে নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। দীর্ঘ ১৮ ঘণ্টা ধরে পেমাকে বিমানবন্দরে আটকে রাখা হয়। জাপানগামী বিমানে ওঠার অনুমতি তো দূর, বিমানবন্দরের মধ্যেও চলাফেরা করতে দেওয়া হয়নি পেমাকে। দেওয়া হয়নি খাবার-জল। সাংহাই থেকে অন্যত্র যাওয়ার টিকিটও কাটতে দেওয়া হয়নি।
শেষ পর্যন্ত কোনওমতে সাংহাইয়ের ভারতীয় কনসুলেটের সঙ্গে যোগাযোগ করে পেমা সাংহাই থেকে ফেরেন। নিজের দুর্বিষহ অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি চিঠি লেখেন প্রধানমন্ত্রীকে। অনুরোধ জানান, এই বিষয়টি নিয়ে বেজিংয়ের আধিকারিকদের কাছে জবাব তলব করুক ভারত। এদিকে হেনস্তার অভিযোগ উড়িয়ে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং বলেন, “আমরা জানতে পেরেছি, সাংহাই বিমানবন্দরে দেশের সীমান্ত পরিদর্শন কর্তৃপক্ষ এক ভারতীয় তরুণীকে জিজ্ঞাসাবাদ করেন। গোটা প্রক্রিয়াটি আইন এবং বিধি অনুসরণ করেই করা হয়েছে। তবে সংশ্লিষ্ট ব্যক্তির স্বার্থ সুরক্ষিত রাখা হয়েছে।” এরপরই তিনি বলেন, “জাংনান (অরুণাচল প্রদেশ) চিনের ভূখণ্ড। ভারত অবৈধভাবে ওই অঞ্চল দখল করে রেখেছে। বেজিং কোনওদিনই স্বীকৃতি দেয়নি।”
এই ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার বিদেশমন্ত্রকের তরফে জানানো রণধীর জয়সওয়াল জানান, “আমরা চিনের বিদেশমন্ত্রকের বক্তব্য শুনেছি। অরুণাচলের এক নাগরিকের কাছে বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও জাপান ভ্রমণের সময় সাংহাই বিমানবন্দরে তাকে আটক করা। চিনকে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, অরুণাচল প্রদেশ ভারতের অভিন্ন ও অবিচ্ছেদ্য অংশ। এটা চিরন্তন ও অকাট্য সত্য। চিন যতই চেষ্টা করুক এই তথ্য কখনও বদলাবে না।” জসওয়াল আরও বলেন, এই আটকের বিষয়টি নিয়ে চিনের আচরণের প্রতিবাদ জানানো হয়েছে। চিন কর্তৃপক্ষ এখনও পর্যন্ত এই ঘটনার কোনও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি, যা আন্তর্জাতিক বিমান চলাচল নিয়মের স্পষ্ট লঙ্ঘন।