লালুর পরিবারকে ‘ঘরছাড়া’র নির্দেশ নীতীশ সরকারের, পালটা সরব কন্যা রোহিণী
প্রতিদিন | ২৬ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে সরকার গঠনের স্বপ্নভঙ্গ হয়েছে লালু পরিবারের। আরও একবার এরাজ্যে ক্ষমতায় এসেছে এনডিএ। ক্ষমতা দখলের পরই এবার লালু পরিবারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নীতীশ সরকারের। যার জেরে প্রায় ২ দশক পর এবার ঘরছাড়া হতে চলেছে লালুর পরিবার। পাটনার ১০ সার্কুলার রোডের সরকারি বাংলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। যা এতদিন লালু পত্নী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর নামে বরাদ্দ ছিল।
আরজেডির রাজনৈতিক তৎপরতার মূল কেন্দ্র ছিল ১০ সার্কুলার রোডের এই সরকারি বাংলো। রাবড়ি দেবীর নামে বরাদ্দ এই বাড়িই এবার খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিহারের বিল্ডিং কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের তরফে। নির্দেশে বলা হয়েছে, এনডিএ সরকারের নতুন মন্ত্রীদের জন্য আবাসন বরাদ্দ করতে হয়েছে। সেই কাজের জন্যই ১০ সার্কুলার রোডের ওই বাড়ি খালি করতে বলা হয়েছে লালু পরিবারকে। সরকারি নির্দেশ অনুযায়ী লালু পরিবারের নয়া ঠিকানা হতে চলেছে হার্ডিং রোডে ৩৯ নম্বর সেন্ট্রাল পুল হাউস। শুধু তাই নয়, লালুর বড় ছেলে তেজপ্রতাপকেও তাঁর সরকারি বাড়ি ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বর্তমানে থাকেন ২৬, এম স্ট্র্যান্ড রোডের বাংলোতে। এই বাড়ি দেওয়া হবে এনডিএ সরকারের তরফে দেওয়া হবে মন্ত্রী লক্ষেন্দ্র কুমার রোশনকে।
এদিকে লালু পরিবারকে ঘরছাড়া করার ঘটনায় বিজেপির তরফে জানানো হয়েছে, নিয়ম মেনেই রাবড়ি দেবীকে তাঁর বাংলো খালি করতে হচ্ছে। বিজেপি নেতা নীরজ কুমার লালু পরিবারকে কটাক্ষ করে বলেন, “ওই পরিবারের রেকর্ড ভালো নয়। তাই বাড়ি খালি করার সময় কোনও সম্পত্তি নিয়ে যাওয়া হচ্ছে কি না, সেদিকে কড়া নজর রাখবে সরকার।”
ঘরছাড়ার এই নোটিস সামনে আসার পর নীতীশ সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন লালু কন্যা রোহিণী আচার্য। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘লক্ষ লক্ষ মানুষের মসিহা লালু প্রসাদ যাদবকে অপমান করাই সুশাসন বাবুর উন্নয়নের মডেল। কিন্তু সরকারি ভবন থেকে তাঁকে সরিয়ে দিলেও, লক্ষ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন লালু। বিহারের মানুষের হৃদয় থেকে তাঁকে কীভাবে সরাবেন?’ পাশাপাশি সরকারের কাছে তাঁর আর্জি, লালুর স্বাস্থ্য ও রাজনৈতিক মর্যাদাকে সম্মান জানাক সরকার।