সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিতর্কে কৌতুকাভিনেতা কুণাল কামরা। এবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (RSS) ‘অপমান’ করে নয়া টি-শার্টে দেখা গেল কুণালকে। সেই ছবি সামনে আসতেই বিতর্ক চরম আকার নিয়েছে। গোটা ঘটনায় ক্ষুব্ধ বিজেপি কুণালের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। সোশাল মিডিয়াতেও কমেডিয়ানের বিরুদ্ধে সরব হয়েছেন নেটিজেনরা।
গত সোমবার রাতে সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন বিতর্কিত কমেডিয়ান কুণাল কামরা। যেখানে দেখা যাচ্ছে, একটি কালো রংয়ের টি-শার্ট পরে মোবাইলে মগ্ন তিনি। কালো টি-শার্টে লাল রঙে লেখা ‘RSS’। একটি কুকুর তার উপর প্রস্রাব করছে। ছবির উপরে ক্যাপশনে লেখা, ‘ছবিটি কমেডি ক্লাবে তোলা হয়নি।’ এই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার হতেই বিতর্ক চরমে। এই ঘটনায় তেলে-বেগুনে জ্বলে উঠেছে বিজেপি। মহারাষ্ট্রের মন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা চন্দ্রশেখর বাওয়ানকুলে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ‘সোশাল মিডিয়ায় যারা এই ধরনের আপত্তিকর পোস্টদাতাদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ করা হবে।’
কুণালকে ‘উচিত শিক্ষা’ দেওয়ার আবেদন জানিয়েছেন শিবসেনা নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী সঞ্জয় শিরসাত। ওই ছবির নিন্দায় সরব হয়ে তিনি লেখেন, ‘ওই কমেডিয়ানের বিতর্কিত পোস্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত মহারাষ্ট্রের এনডিএ সরকারের তরফে। কামরা এর আগে একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন ওই ব্যক্তি। কোনওভাবেই ওকে ছাড় দেওয়া উচিত নয়।’
কুণাল কামরার বিতর্কিত কর্মকাণ্ড অবশ্য প্রথমবার নয়। চলতি বছরের মার্চ মাসে শিবসেনা প্রধান একনাথ শিণ্ডেকের উদ্দেশে এক কমেডি শোতে অবমাননাকর মন্তব্য করেছিলেন এই কৌতুকাভিনেতা। জনপ্রিয় একটি হিন্দি গানের কথা পরিবর্তন করে শিণ্ডের রাজনৈতিক কেরিয়ারকে উপহাস করেন তিনি। এই ঘটনায় রেগে আগুন হন শিণ্ডে ভক্তরা। মুম্বইয়ে যে হোটেলে এই কমেডি অনুষ্ঠান হয়েছিল সেখানে ব্যাপক ভাঙচুর চালানো হয়। সেই ঘটনা স্মরণ করে এদিনের বিতর্কিত ছবির ক্যাপশনে কুণাল কামরা লিখেছেন, ‘এই ছবিটি কমেডি ক্লাবে তোলা হয়নি।’