• ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব’, আত্মসমর্পণের দাবি উড়িয়ে হুমকি মাওবাদীদের
    প্রতিদিন | ২৬ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হয় আত্মসমর্পণ, নয় মৃত্যু। মাওবাদীদের উদ্দেশে এমনই বার্তা দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেইমতো গত কয়েকমাসে আত্মসমর্পণের ভিড় লেগেছিল। তবে ভাঙলেও মচকাতে নারাজ মাওবাদীরা। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছিল সিপিআই (মাওবাদী) সংগঠন। তবে এবার ১৮০ ডিগ্রি ঘুরে মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির হুঁশিয়ারি, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই জারি থাকবে।’

    পিপলস লিবারেশন গোরিলা আর্মির (PLGA) ২৫ তম বর্ষপূর্তি পালন করছে মাওবাদীরা। ২ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত বিপ্লবের সপ্তাহ পালন করে মাওবাদীরা। তার ঠিক আগে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে মাওবাদীদের সেন্ট্রাল মিলিটারি কমিশন (CMC)-এর তরফে। যেখানে বলা হয়েছে, ‘চলতি বছর মাওবাদীদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী বছরগুলির একটি হলেও এটি আমাদের ধৈর্যের পরীক্ষা। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের লড়াই জারি থাকবে।’ একইসঙ্গে মাওবাদীদের তরফে স্বীকার করে নেওয়া হয়েছে, গত বছরে মাওবাদীদের ৩২০ জন কমান্ডোর মৃত্যু হয়েছে নিরাপত্তাবাহিনীর অভিযানে। যাঁদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় কমিটির ৮ জন সদস্য, রাজ্যস্তরের ১৫ জন শীর্ষ নেতা। এছাড়া মাওবাদীদের সাধারণ সম্পাদক বাসবরাজ। মৃত কমান্ডোদের মধ্যে ২৪৩ জনই দণ্ডকারণ্য অঞ্চলের। এছাড়া পিএলজিএ সপ্তাহ উপলক্ষে মাওবাদীদের কাছে আর্জি জানানো হয়েছে, এই সময়ে তাঁরা যেন ছোট ছোট গুপ্ত বৈঠক, পোস্টার ও প্রচার অভিযান জারি রাখেন। মাওবাদী নিয়োগ প্রক্রিয়াকেও অগ্রাধিকার দেওয়া হয়েছে। রক্তক্ষয়ী বিপ্লবে ঝাঁপিয়ে পড়ার বার্তা দিয়ে কেন্দ্রীয় কমিটি জানিয়েছে, শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই জারি রাখার।

    মাওবাদীদের এমন পরস্পর বিরোধী বার্তায় নতুন করে শোরগোল শুরু হয়েছে। মাওবাদীদের বিরুদ্ধে লাগাতার অভিযানের জেরে গত কয়েকমাসে কয়েকশো মাওবাদীর আত্মসমর্পণের পাশাপাশি নিহত হয়েছেন একাধিক শীর্ষ কমান্ডার। এই অবস্থায় নিষিদ্ধ সিপিআই (মাওবাদী)র তরফে সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল ৩ মাসের জন্য অভিযান বন্ধ রাখার। যাতে ছত্রভঙ্গ হয়ে যাওয়া ক্যাডাররা একত্রিত হয়ে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সরকারের আত্মসমর্পণ ও পুনর্বাসন পরিকল্পনায় যোগ দিতে পারেন। তবে সিআই(এম)-এর সেই বার্তাকে ফুঁৎকারে উড়িয়ে ভিন্ন মত প্রকাশ করল মাওবাদীদের কেন্দ্রীয় কমিটি।

    যদিও মাওবাদীদের এই হুঁশিয়ারিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ সরকার। খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিয়েছেন, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদীমুক্ত হবে ভারত। এই অবস্থায় মাও হুঁশিয়ারির পালটা প্রশাসনের তরফে জানানো হয়েছে, মাওবাদীদের এই বয়ান উসকানিমূলক। তবে আমাদের অভিযান যেমন চলছিল তেমনই চলবে। এক শীর্ষ পুলিশ কর্তা জানিয়েছেন, ‘আমাদের বার্তা অত্যন্ত স্পষ্ট, ওরা আত্মসমর্পণ করুক অথবা যুদ্ধ বেছে নিক। অস্ত্র-সহ দেখা গেলেই ব্যবস্থা নেওয়া হবে। কোনও মূল্যেই অভিযান থামবে না, বরং তা আরও তীব্রতর হবে।’
  • Link to this news (প্রতিদিন)