• ছিলেন মা কালী, হলেন মাদার মেরি! পুরোহিতের কীর্তিতে চাঞ্চল্য মুম্বইয়ে
    প্রতিদিন | ২৬ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন্দিরে বিরাজ করছিলেন মা কালী রূপে, হয়ে গেলেন মাদার মেরি! অবাক লাগছে শুনতে। মুম্বইয়ের চেম্বুরের একটি মন্দিরে এমনই ছবি প্রকাশ্যে এসেছে। যা নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে ভক্তদের মধ্যে। শুধু তাই নয়, ঘটনার পরেই মন্দিরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে বিশ্ব হিন্দু পরিষদ, বরজং দল-সহ একাধিক হিন্দুত্ববাদী সংগঠনগুলি। অভিযোগ, এই ঘটনা একেবারেই ধর্মীয় ভাবাবেগে আঘাত। ঘটনার পরেই নড়েচড়ে বসেছে স্থানীয় পুলিশ প্রশাসন। গ্রেপ্তার করা হয়েছে মন্দিরের পুরোহিতকেও। যদিও তাঁর দাবি, মা কালীই নাকি স্বপ্নে মাদার মেরির রূপে সাজাতে তাঁকে নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ পেয়েই নাকি সে এই কাজ করেছে বলেও দাবি পুরোহিতের।

    মন্দিরটি চেম্বুরের অনিক ভিলেজের একটি কালীমন্দিরের। শশ্মানের মধ্যে রয়েছে সেই মন্দির। সমাজমাধ্যমে ইতিমধ্যে মাদার মেরী রূপে কালীর মূর্তির ছবি ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে, রুদ্ররূপে থাকা কালীমূর্তিটিকে মাদার মেরির মতো করে সাজিয়ে তোলা হয়েছে। মায়ের শ্যামবর্ণ রূপ বদলে রঙ করে দেওয়া হয়েছে সাদা। মাথায় মুকুট, গায়ে সোনালি পোশাক। শুধু তাই নয়, মা মেরির হাতে রয়েছে একটি শিশুর মূর্তিও। মূর্তির পিছনে দেওয়া হয়েছে লাল কাপড়, তাতে আঁকা সোনালি ক্রশ। এখানেই শেষ নয়, বড়দিনে চার্চগুলিকে যেভাবে সাজিয়ে তোলা হয় সেভাবেই মন্দিরকেও সাজিয়ে তোলা হয়।

    হঠাৎ করে দেখলে বোঝা দায় যে ওটি মা কালীর মূর্তি। ঘটনায় মন্দিরের আশা ভক্তরা ঘটনায় রীতিমতো স্তম্ভিত। জানা যায়, মা মেরির রূপ দিতে কালীর মূর্তিতে ভাঙচুর চালানো হয়। বিষয়টি নিয়ে উত্তেজনা হতেই ছুটে আসে স্থানীয় পুলিশ আধিকারিকরা। কীভাবে এই ঘটনা তা জানতে মন্দির কর্তৃপক্ষকে জেরা করা হয়। জানা যায়, ঘটনায় পিছনে রয়েছেন খোদ মন্দিরের পুরোহিত। এরপরেই তাঁকে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, একাধিক ধারায় অভিযুক্ত পুরোহিতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে নতুন করে যাতে কোনও অশান্তি না ঘটে সেজন্য মূর্তিটিকে ফের মা কালীর রূপে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। পাশাপাশি এলাকায় আইনশৃঙ্খলা ঠিক রাখতে বাড়তি পুলিশও মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে।
  • Link to this news (প্রতিদিন)