• সন্দেশখালিতে ইডির উপর হামলার ৩২৪ দিন পর সিবিআইয়ের হাতে গ্রেফতার শাহজাহানের ‘ছায়াসঙ্গী’ দুরন্ত!
    আনন্দবাজার | ২৬ নভেম্বর ২০২৫
  • উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আধিকারিকদের উপর হামলার ৩২৪ দিন পর গ্রেফতার হলেন এক অভিযুক্ত। নাম দুরন্ত মোল্লা। মঙ্গলবার গভীর রাতে তাঁকে সন্দেশখালি থেকে গ্রেফতার করেছে সিবিআই। এলাকায় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত দুরন্ত ধৃত শাহজাহান শেখের ‘ছায়াসঙ্গী’ বলে পরিচিত ছিলেন।

    রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে উত্তর ২৪ পরগনার বেশ কয়েকটি জায়গায় হানা দিয়েছিল ইডি। ২০২৪ সালের সালের ৫ জানুয়ারি ইডি আধিকারিকেরা যান শাহজাহানের বাড়ি। কিন্তু তৎকালীন তৃণমূল নেতার বাড়িতে গিয়ে প্রহৃত হন কেন্দ্রীয় আধিকারিকেরা। তাঁদের জিনিসপত্রও কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে শাহজাহান-ঘনিষ্ঠদের বিরুদ্ধে। ওই হামলাকারীদের মধ্যে শাহজাহানের অন্যতম ঘনিষ্ঠ দুরন্ত ছিলেন বলে অভিযোগ। সন্দেশখালিতে ইডির উপর হামলায় যাঁদের নাম এবং ছবি প্রকাশ্যে এসেছিল, তাঁদের মধ্যে দেখা গিয়েছিল তৃণমূল কর্মী দুরন্তকে।

    সিবিআই সূত্রে খবর, কয়েক মাস ধরে দুরন্তকে তারা খুঁজছিল। এমনকি, ওই যুবকের বাড়িতে গিয়ে নোটিসও দিয়ে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। তার পরেও খোঁজ মিলছিল না দুরন্তের। শেষমেশ ঘটনার ৩২৪ দিনের মাথায় তাঁর খোঁজ মেলে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার কোনও এক ‘গোপন আস্তানা’ থেকে দুরন্তকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। বুধবারই তাঁকে আদালতে হাজির করানো হবে।

    অন্য দিকে, জেলবন্দি শাহজাহানের বিরুদ্ধে সম্প্রতি হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। ন্যাজাট থানায় এ নিয়ে অভিযোগ দায়ের করেছিলেন জনৈক রবীন মণ্ডল। সরবেড়িয়ার বাসিন্দার অভিযোগ, জমি সংক্রান্ত বিষয়ে জেল থেকেই শাহজাহান তাঁকে শাসানি দেন। সম্প্রতি সন্দেশখালি মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে পড়েন সন্দেশখালিকাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত শাহজাহান। এখনও জেলেই রয়েছেন তিনি।
  • Link to this news (আনন্দবাজার)