• সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় সিবিআই জালে শাহজাহান ঘনিষ্ঠ দুরন্ত মোল্লা
    প্রতিদিন | ২৬ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  সন্দেশখালিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার আরও এক। ধৃত ওই ব্যক্তির নাম দুরন্ত মোল্লা। মঙ্গলবার রাতে সন্দেশখালি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। জানা গিয়েছে, ধৃত দুরন্ত মোল্লা শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে।

    রেশন দুর্নীতি মামলায় গত বছর অর্থাৎ ২০২৪ সালে ৫ জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সন্দেশখালিতে যান তদন্তকারীরা। সেই সময় অতর্কিতেই তাঁদের উপর হামলার ঘটনা ঘটে। প্রহৃত হন ইডি আধিকারিকরা। এমনকী কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। ঘটনায় শেখ শাহজাহান ঘনিষ্ঠরাদের বিরুদ্ধেই অভিযোগ ওঠে। শুধু তাই নয়, হামলাকারীদের মধ্যে দুরন্ত মোল্লা ছিলেন বলেও অভিযোগ ওঠে। শুধু তাই নয়, ইডির উপর হামলার পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হামকারীদের নাম এবং ছবি প্রকাশ্যে এনেছিল। সেখানেই দুরন্তের ছবি ছিল।

    কিন্তু তাঁর নাগাল পেতে একেবারে হিমশিম খেতে হচ্ছিল সিবিআই আধিকারিকদের। শাহজাহান ঘনিষ্ঠের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলে তল্লাশি। এমনকী তাঁর বাড়িতেও একাধিকবার নোটিশ পাঠানো হয়। কিন্তু তাতেও সাড়া দেননি অভিযুক্ত দুরন্ত। সম্প্রতি তাঁর খোঁজ পান আধিকারিকরা। এরপরেই মঙ্গলবার রাতে সন্দেশখালি এলাকায় হানা দেয় সিবিআই। সেখানের একটি গোপন আস্তানা থেকে দুরন্ত মোল্লাকে গ্রেপ্তার করা হয় বলে খবর। আজ বুধবার তাঁকে আদালতে তুলবে সিবিআই। সূত্রের খবর, ধৃত দুরন্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে সিবিআই।
  • Link to this news (প্রতিদিন)