• ধানের গাদায় মহিলার হাত! শিউরে ওঠা দৃশ্য
    আজকাল | ২৬ নভেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: রাতের অন্ধকারে ধানখেত থেকে রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মাগুরমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব আলতা গ্রামে। মঙ্গলবার রাত প্রায় ১০টা নাগাদ ভাঙ্গার অঞ্চল সংলগ্ন একটি ধানখেতের ভিতরে একটি হাত দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপরই ছুটে গিয়ে তাঁরা দেখতে পান, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এক মহিলার নিথর দেহ। মৃতার পাশে পড়ে ছিল দুই জোড়া জুতো। 

    পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম ফরিদা বেগম (৩৫)। তাঁর স্বামী বাবলু হোসেন পেশায় টোটোচালক। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। ধূপগুড়ি থানার উদ্যোগে দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। মহিলার শরীরে আঘাতের চিহ্ন ছিল বলেও জানা গেছে। 

    অন্যদিকে, মৃতার পরিবারের দাবি, বিবাহবহির্ভূত সম্পর্ক থেকেই এই খুনের ঘটনা ঘটতে পারে। অভিযোগের তীর সরাসরি স্বামী বাবলু হোসেনের দিকে। তবে ঘটনার পর থেকেই বাবলুকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেই জানিয়েছে পুলিশ। তাঁর হদিস মিলছে না, যা রহস্য আরও ঘনীভূত করেছে। হঠাৎ ঘটনার জেরে এলাকায় তীব্র আতঙ্ক এবং চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। 

    প্রসঙ্গত, চলতি বছর ফেব্রুয়ারি মাসে এমন আরেকটি ঘটনা ঘটেছিল উত্তর ২৪ পরগনায়। চাষের জমিতে যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল ছোট জাগুলিয়ার মালিয়াকুর বাজিৎপুর এলাকায়। ওই দেহের পাশেই পড়েছিল মদের বোতল, চিপসের প্যাকেট। দেহটি ইতিমধ্যেই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। 

    পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের অন্তর্গত ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের মালিয়াকুর বাজিৎপুরের মধ্যস্থলে মাঠের মাঝে চাষের জমির থেকে উদ্ধার হয় যুবকের গলাকাটা মৃতদেহ। স্থানীয়দের থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দত্তপুর থানার পুলিশ।  

    পুলিশ সূত্রে আরও জানা গেছে, মৃত যুবকের বয়স আনুমানিক চল্লিশ বছর হবে। তাঁর গলাকাটা, যৌনাঙ্গ ক্ষতিগ্রস্ত ছিল। হাত পা বাঁধা অবস্থায় দাহ্য পদার্থ দিয়ে দেহ পোড়ানোর চেষ্টা করা হয়েছিল। আজ সাতসকালে দেহটি গলাকাটা অবস্থায় পাওয়া গেলেও, এখনও মাথার খোঁজে তল্লাশি চালাচ্ছে দত্তপুকুর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে রক্তমাখা মদের বোতল, চিপসের প্যাকেট। নেশার আসরে যুবককে নৃশংসভাবে খুন করে, দেহ পোড়ানোর চেষ্টা করেছিল বলে অনুমান পুলিশের। ঘটনার তদন্ত চলছে।
  • Link to this news (আজকাল)