সংবিধান দিবসে দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা মোদির
বর্তমান | ২৬ নভেম্বর ২০২৫
নয়াদিল্লি, ২৬ নভেম্বর: সংবিধান দিবসে দেশবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। নাগরিকদের সাংবিধানিক কর্তব্যের কথাও জানিয়েছেন মোদি। সঙ্গে তিনি দেশবাসীকে ভোটদানের ব্যাপারে উৎসাহী করে তোলার চেষ্টাও করেছেন। প্রধানমন্ত্রীর বক্তব্য, ভোটদানের মাধ্যমেই দেশের গণতন্ত্র মজবুত হয়।মোদির বক্তব্য, ‘আমাদের প্রতিটি পদক্ষেপ সংবিধানকে আরও শক্তিশালী করবে। জাতীয় লক্ষ্য এবং স্বার্থকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। যদি দেশের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকে, তাহলে কর্তব্য পালন আমাদের ভাবধারার অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। আমাদের সংবিধান মহৎ এবং অত্যন্ত শক্তিশালী। এই সংবিধানই আমাকে দেশের প্রধান করেছে। আমি দরিদ্র এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এক পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। কিন্তু সংবিধানের শক্তিতেই বর্তমানে আমি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছি। আমাদের সংবিধান মানুষের মর্যাদা, সাম্য এবং স্বাধীনতাকে সর্বাধিক গুরুত্ব দেয়। এটি আমাদের অধিকার প্রয়োগের ক্ষমতা প্রদান করে। পাশাপাশি, নাগরিক হিসেবে আমাদের কর্তব্যের কথাও মনে করিয়ে দেয়।’ এদিন সংবিধান দিবসে সংসদে বিশেষ অনুষ্ঠান হয়। যাতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সংবিধান দিবসে সংসদে বক্তব্যও রাখেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।