• অপারেশন সিন্দুর চলাকালীন উরির জলবিদ্যুৎ প্রকল্পের উপর পাক হামলা রুখে দিয়েছিল ১৯ সিআইএসএফ জওয়ান
    বর্তমান | ২৬ নভেম্বর ২০২৫
  • শ্রীনগর, ২৬ নভেম্বর: পহেলগাঁওতে জঙ্গি হামলার জবাবে ভারত ‘অপারেশন সিন্দুর’ করে। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ভারতের প্রত্যাঘাতে ধ্বংস হয়ে যায় জঙ্গিদের ৯টি ঘাঁটি। নিকেশ করা হয় বহু জঙ্গিকে। ঠিক সেই সময়ে যখন জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা। উল্টো দিক থেকে পাকিস্তানি সেনারা টার্গেট করে ভারতের মাটিকে। নিয়ন্ত্রণরেখা বরাবর গোলা ছুড়তে থাকে। ড্রোন হামলাও চালায় পাক সেনা। জানা গিয়েছে, অপারেশন সিন্দুর চলাকালীন গত ৭ মে রাতে ভারতে বড়সড় হামলা চালিয়েছিলে পাকিস্তান। যা রুখে দেন সিআইএসএফের ১৯ জন জওয়ান। পাক সেনার টার্গেট ছিল কাশ্মীরের বারামুলায় উরি জলবিদ্যুৎ প্রকল্পের উপর। যেটি ঝিলম নদীর উপর রয়েছে।নিয়ন্ত্রণ রেখা বরাবর রয়েছে জলবিদ্যুৎ প্রকল্পটি। একই সঙ্গে ওই এলাকায় বেশ কিছু বাসিন্দাও ছিলেন। জলবিদ্যুৎ প্রকল্প অক্ষত রেখে স্থানীয় বাসিন্দাদের নিরাপদেও সরিয়ে নিয়ে যান ওই সিআইএসএফ জওয়ানরা। সেই সাহসিকতা ও দক্ষতার জন্য গতকাল, মঙ্গলবার তাঁদের সংবর্ধনা দেওয়া হয়। গত ৭ মে ভারতের অপারেশন সিন্দুরের সময়ে গভীর রাতে উরি জলবিদ্যুৎ প্রকল্পের উপর লাগাতার হামলা চালাচ্ছিল পাক সেনা। সেই সময়ে কমান্ড্যান্ট রবি যাদবের নেতৃত্বে ১৮ জন জওয়ান জলবিদ্যুৎ কেন্দ্রটি পাহারা দিচ্ছিলেন। তাঁরাই সমস্ত হামলা রুখে দেন। ধ্বংস করেন ড্রোন। সঙ্গে আশেপাশে থাকা প্রায় ২৫০ জনকে নিরাপদে উদ্ধার করেন ওই সিআইএসএফের জওয়ানরা। যাঁদের মধ্যে রয়েছেন ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন’র কর্মী এবং আধিকারিকরাও। এই মর্মে সিআইএসএফের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। 
  • Link to this news (বর্তমান)