সম্পর্কে টানাপোড়েনের জের, আত্মঘাতী দশম শ্রেণির ছাত্রী
বর্তমান | ২৬ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সম্পর্কে টানাপোড়েন। গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মঘাতী দশম শ্রেণির ছাত্রী। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর থানার মানিকগঞ্জ এলাকায়। মৃত ওই ছাত্রী মানিকগঞ্জ হাইস্কুলের পড়ুয়া ছিল। গতকাল, মঙ্গলবার থেকে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হয় ওই ছাত্রী। তারপর স্কুলে না গিয়ে ফের বাড়ি ফিরে এসে সে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ।পরিবারের লোকজন ওই কিশোরীকে উদ্ধার করে দ্রুত জলপাইগুড়ি মেডিকেলে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আজ, বুধবার মৃতার দেহটির ময়নাতদন্ত করা হচ্ছে। পরিবারের দাবি, ছাত্রীর ডায়েরি থেকে একটি ছবি পাওয়া গিয়েছে। তাতে এক যুবকের সঙ্গে দেখা যাচ্ছে ওই ছাত্রীকে। এছাড়া মৃতার ফোন থেকেও কিছু তথ্য পাওয়া গিয়েছে। মোবাইলটি খতিয়ে দেখার জন্য পুলিশের কাছে জমা দিয়েছে পরিবারের সদস্যরা। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।