মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের নিরাপত্তা নিয়ে কলকাতার সিপিকে চিঠি নির্বাচন কমিশনের
বর্তমান | ২৬ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআরের ইনিউমারেশন ফর্মের কাজে ব্যাপক চাপ রয়েছে। এত কম সময়ে বিপুল সংখ্যক কাজ করতে হচ্ছে। তাই অনেকে অসুস্থ বোধ করছেন। এমনটাই দাবি রাজ্যের বেশিরভাগ বিএলও-দের। বিষয়টি নিয়ে কথা বলতে দু’দিন আগেই কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যান বেশ কিছু বিএলও। যদিও তাঁদের সঙ্গে দীর্ঘক্ষণ দেখা করেননি মুখ্য নির্বাচনী আধিকারিক। এমনটাই অভিযোগ ছিল বিএলও-দের। সেই কারণে সিইও অফিসের মধ্যে ঢুকে ধর্নায় বসে পড়েন কয়েকজন বিএলও। তার জেরে এবার কঠোর পদক্ষেপের নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন।কলকাতা পুলিশ কমিশনারকে আজ, বুধবার একটি চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। যাতে বলা হয়েছে, অবিলম্বে সিইও বা মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যে কেউ অবৈধভাবে যাতে তার ভিতরে প্রবেশ না করতে পারে। সেই কারণে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা রাখতে হবে। নির্বাচন কমিশনের কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠাতেও নির্দেশ দেওয়া হয়েছে কলকাতার সিপিকে। সিইও-র হস্তক্ষেপে বিক্ষোভরত বিএলও-রা, কমিশনের অফিসের বাইরে চলে গিয়েছেন। এখন সিইও অফিসের বাইরের রাস্তায় বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছেন বিএলও’রা।