স্ত্রীকে খুনের অভিযোগ প্রাক্তন সেনা কর্মী স্বামীর বিরুদ্ধে! চাঞ্চল্য বারাকপুরে
বর্তমান | ২৬ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বামীর হাতে খুন হলেন স্ত্রী! এমনটাই অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বারাকপুরের মোহনপুর থানার গ্রিন পার্কে। অভিযুক্ত স্বামী সমীর বিশ্বাস(৫৬) প্রাক্তন সেনা কর্মী। স্ত্রী গীতা বিশ্বাসের (৫৩) সঙ্গে প্রায়শই ঝামেলা লেগে থাকত তার। আজ, বুধবার সকাল থেকেই দু’জনের মধ্যে গোলমাল শুরু হয়।স্থানীয়রা আচমকাই একটি চিৎকার শুনে তাদের ঘরে গিয়ে দেখেন, ওই মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন মেঝেতে। আর অভিযুক্ত সমীর বিশ্বাস দোতলার একটি ঘরে বসে রয়েছেন। জখম অবস্থায় গীতা বিশ্বাসকে বারাকপুর বিএনবসু হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। যদিও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বিষয়টি নিয়ে মোহনপুর থানায় খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে সমীর বিশ্বাসকে আটক করে নিয়ে গিয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।