• বিদেশি পর্যটকদের উপস্থিতিতে দেশে দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ
    দৈনিক স্টেটসম্যান | ২৬ নভেম্বর ২০২৫
  • পর্যটন ক্ষেত্রে ফের একবার জাতীয় স্তরের কৃতিত্বের নজির গড়ল বাংলা। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের প্রকাশ করা ‘ইন্ডিয়া ট্যুরিজম ডাটা কমপেন্ডিয়াম ২০২৫’-এ দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গ এবার দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বিদেশি পর্যটক আগমনের রাজ্যে পরিণত হয়েছে। বিশেষত কোভিড-পরবর্তী সময়ে রাজ্যে পর্যটনের পুনরুত্থান, দিনে দিনে আরও উজ্জ্বল হয়েছে।

    পর্যটন দপ্তরের মতে, বাংলার দীর্ঘমেয়াদি পরিকল্পনা, জাতীয় ও আন্তর্জাতিক স্তরের পর্যটকদের আকর্ষণ করার জন্য বহুমুখী পর্যটন কেন্দ্রগুলিকে উন্নতভাবে সাজিয়ে তোলা এবং নতুন নতুন পর্যটন ক্ষেত্র গড়ে তোলার উদ্যোগই এই সাফল্যের মূল চাবিকাঠি। দার্জিলিংয়ের পাহাড় থেকে সুন্দরবনের ম্যানগ্রোভ, উত্তরবঙ্গের ডুয়ার্স থেকে হলদিয়ার সমুদ্রসৈকত— বিভিন্ন দিকেই পর্যটনের দিগন্ত বিস্তৃত হয়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে কলকাতার ঐতিহ্য, গাঢ়ওয়ালের মতো ঐতিহাসিক অঞ্চল-ভিত্তিক আকর্ষণ এবং অসংখ্য উৎসব-সংস্কৃতির রঙ।

    পর্যটন মহলের বক্তব্য, উৎসব পর্যটন, ধর্মীয় পর্যটন, শিল্পবাণিজ্যভিত্তিক সম্মেলন ও প্রদর্শনী অনুষ্ঠানকে কেন্দ্র করে যে নতুন পর্যটন পরিকাঠামো গড়ে উঠেছে, তা বিদেশি পর্যটকদের আকর্ষণ ব্যাপকভাবে বাড়িয়েছে। রাজ্যে বারোমাসই উৎসবের আবহ– দুর্গাপুজোর ঐতিহ্য ও শিল্পকলার অভিনব উপস্থাপনা, পাহাড়-জল-জঙ্গলের বৈচিত্র্য এবং কলকাতার সংস্কৃতির নিজস্ব আবেদন, সব মিলিয়ে পশ্চিমবঙ্গ এখন আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে অনন্য স্থান করে নিয়েছে।

    সরকারের তরফে জানানো হয়েছে, পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত অসংখ্য কর্মীর ধারাবাহিক প্রচেষ্টা ও সহযোগিতাই এই সাফল্যকে আরও দৃঢ় করেছে। বাংলার প্রশাসন মনে করছে, নতুন পর্যটন খাত, উন্নত যোগাযোগব্যবস্থা, নিরাপত্তা, স্বচ্ছতা এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনার ফলেই রাজ্য এখন বিশ্বের নানা প্রান্তের ভ্রমণ পিপাসুদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।

    রাজ্যের তরফে দেশি-বিদেশি সব পর্যটকদের বাংলায় আগমনের আহ্বান জানানো হয়েছে। বাংলার নান্দনিক সৌন্দর্য, ঐতিহ্য, সংস্কৃতি, শিল্পকলা এবং রান্নার বহুমাত্রিক বৈচিত্র্য উপভোগ করার জন্য রাজ্য ভবিষ্যতেও পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)