SIR নিয়ে কমিশনের একগুঁয়েমি! সংসদে আলোচনা চায় তৃণমূল, অধিবেশন সংক্ষিপ্ত করা নিয়ে প্রশ্ন
প্রতিদিন | ২৬ নভেম্বর ২০২৫
নন্দিতা রায়, নয়াদিল্লি: সংসদের শীতকালীন অধিবেশনে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে আক্রমণাত্মক ভূমিকায় দেখা যাবে তৃণমূল কংগ্রেসকে। দলের তরফে জানা গিয়েছে, ইতিমধ্যেই তারা সংসদের দুই কক্ষেই এসআইআর (West Bengal SIR) এবং নির্বাচন কমিশন নিয়ে আলোচনার দাবি জানিয়ে নোটিস দিয়েছে। পাশাপাশি, বিরোধীদের সংবিধান নিয়ে আলোচনা রুখতেই শীতকালীন অধিবেশন সংক্ষিপ্ত করা হয়েছে কিনা, প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস।
বুধবার সংবিধান দিবস উদযাপন উপলক্ষে পুরনো সংসদ ভবন তথা সংবিধান সদনের সেন্ট্রাল হলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপস্থিত ছিলেন। লোকসভা ও রাজ্যসভার সমস্ত সাংসদদেরও সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। অন্যবারের মতো এবারেও সংসদের শীতকালীন অধিবেশনের মধ্যে সংবিধান দিবস পালন করা যেত বলেই কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়ান। এ প্রসঙ্গে তিনি বলেছেন, “শীতকালীন অধিবেশনের মধ্যে সংবিধান দিবস পালিত হলে তারপরে সংসদে সংবিধানের উপর আলোচনা হতে পারত। তাতে বিরোধীরাও বলার সুযোগ পেতেন। কিন্তু সরকারপক্ষ তা চায় না। তাই নজিরবিহীনভাবে সংক্ষিপ্ত অধিবেশনের দিনক্ষণ ঘোষণা করেছে।”
SIR নিয়ে রাজ্যের শাসকদল শুরু থেকেই আক্রমণাত্মক। ইতিমধ্যেই এই ইস্যুতে পথে নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার গণ্ডি পেরিয়ে আন্দোলন শুরু হচ্ছে দিল্লিতেও। আগামী শুক্রবার তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল যাবে নির্বাচন কমিশনে। আগামী দিনের সংসদেও এ নিয়ে সরব হতে চলেছে রাজ্যের শাসকদল। সূত্রের খবর, অন্য বিরোধীরাও এই ইস্যুতে তৃণমূলের সঙ্গ দিতে পারে। এ নিয়ে আলোচনা শুরু হয়েছে।