মোদি-বিরোধী এক্স হ্যান্ডেল চলছে পাকিস্তান থেকে! সরব বিজেপি
প্রতিদিন | ২৬ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এলন মাস্কের এক্স মিডিয়া প্ল্যাটফর্মের নতুন ফিচার ঘিরে শোরগোল। সেই নয়া ফিচারে যে কোনও এক্স অ্যাকাউন্টের লোকেশন দেখা যাচ্ছে। আর এতেই সমস্যার সূত্রপাত। লোকেশন প্রকাশ্যে চলে আসায় দেখা যাচ্ছে, কেন্দ্রের ক্ষমতাসীন মোদি সরকারের বিরোধিতা করে পোস্ট করা অ্যাকাউন্টগুলির বেশিরভাগই দেশের বাইরে থেকে চালনা করা হচ্ছে। পছন্দের ইস্যু পেয়ে সঙ্গে সঙ্গে বিষয়টি লুফে নিয়েছে বিজেপি।
মোদি সরকার বিরোধী এমন একাধিক এক্স অ্যাকাউন্ট পাকিস্তান, বাংলাদেশ-সহ এশিয়ার নানা দেশ থেকে চালানো হচ্ছে বলে বিজেপির অভিযোগ। অ্যাকাউন্টগুলি কংগ্রেসপন্থী, হিন্দু-বিরোধী বলে অভিযোগেও দাবি গেরুয়া শিবিরের। তাদের আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইট করেছেন, ভারতের সমাজ মাধ্যমের আলোচনার বিষয়বস্তু প্রভাবিত করতে আন্তর্জাতিক স্তরে সংগঠিত প্যাটার্ন দেখা যাচ্ছে। বিরাট সংখ্যক কংগ্রেস সমর্থক, হিন্দুবিদ্বেষী, জাতপাতভিত্তিক এক্স হ্যান্ডল সক্রিয়, যারা ভারতের মাটি থেকে পরিচালিত নয়।
বিজেপির দাবি, অনেকগুলি এক্স অ্যাকাউন্ট পাকিস্তান, বাংলাদেশ ও এশিয়ার অন্যান্য অঞ্চল থেকে চালানো হচ্ছে। তাদের প্রায় সকলেই আসল পরিচয় ঢেকে রাখতে বারবার ইউজার নেম বদলে ফেলছে। এর মানে কী? ভারতের সমাজ মাধ্যমে প্রভাব খাটাতে, ভুল তথ্য ছড়াতে, দেশের ভিতরে বিভাজন তীব্র করে তুলতে সংগঠিত অভিযান চলছে। এই ভারত-বিরোধী চক্রান্ত উন্মোচিত হয়ে গিয়েছে।
যদিও শুধু ভারতেই নয়, এ নিয়ে হইচই হচ্ছে মার্কিন মুলুকেও। এক্স-এর নতুন এই ফিচারের মাধ্যমে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর প্রবর্তিত ‘মাগা’র সমর্থনকারী বহু এক্স হ্যান্ডেল আসলে আমেরিকার বাইরে থেকে পরিচালিত। এমনকি ভারত থেকেও ‘মাগা’ সমর্থক অ্যাকাউন্ট পরিচালিত হয়েছে। তবে এই লোকশন ঘিরে বিজেপির দাবি আদৌ সত্যি কিনা তা যাচাই করা হয়নি।