দেওয়া হয়নি খাবার, ছিল শুধু শৌচাগার যাওয়ার অনুমতি, সাংহাই বিমানবন্দরে ‘হেনস্তা’র কথা শোনালেন ভারতীয় তরুণী
প্রতিদিন | ২৬ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা ১৮ ঘণ্টা দেওয়া হয়নি খাবার। অনুমতি ছিল শুধু শৌচাগার যাওয়ার। চিনের সাংহাই বিমানবন্দরে কীভাবে তাঁকে ‘বন্দি’ করে হেনস্তা করা হয়েছিল, সেই অভিজ্ঞতার কথা শোনালেন ওই ভারতীয় তরুণী।
সোমবার পেমা ওয়াংজাম থংডোক নামে ওই তরুণীর ঘটনাটি প্রকাশ্যে আসে। তারপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “ইমিগ্রেশনের পর পাসপোর্ট জমা দিয়ে আমি সিকিউরিটিতে অপেক্ষা করছিলাম। ঠিক তখনই একজন আধিকারিক আমার নাম ধরে চিৎকার করতে শুরু করে। তারপর আমাকে সকলের থেকে আলাদা করে দেওয়া হয়।” পেমার পাসপোর্টটিকে ‘অবৈধ’ বলেও দাগিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। এরপর তাঁকে বলা হয়, “অরুণাচল প্রদেশ চিনের অংশ।” গোটা ঘটনায় হতবাক হয়ে যান পেমা। তিনি জানান, সাংহাই বিমানবন্দরে তাঁকে কার্যত বন্দি করে রাখা হয়। ১৮ ঘণ্টা ধরে তাঁকে খাবার দেওয়া হয়নি। একমাত্র শৌচাগার যাওয়ার অনুমতি ছিল।” পেমার কথায়, “এর আগেও আমি চিনে এসেছি। কিন্তু কোনও দিন কোনও সমস্যায় পড়তে হয়নি। আমি একজন গর্বিত ভারতীর নাগরিক। চিনা ভাষা আমি জানি না। চিনে আমার কোনও জমিও নেই। কীভাবে তাহলে আমি চিনের নাগরিক হলাম। তাছাড়া অরুণাচল প্রদেশ বরাবরই ভারতের ভারতের অংশ। কোনও দিনই চিনের ছিল না।”
গোটা ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছে চিন। কিন্তু ক্ষমা চাওয়াতো দূর, সমস্ত অভিযোগ তারা অস্বীকার করেছে। তাদের দাবি, অরুণাচল ভারতের নয়। চিনের অংশ। ভারত অবৈধভাবে ওই অঞ্চল দখল করে রেখেছে। তবে বেজিং-এর এই ‘ভিত্তিহীন’ দাবি খণ্ডন করেছে ভারত। মঙ্গলবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল চিনকে সাফ জানিয়ে দিয়েছেন, অরুণাচল প্রদেশ ভারতের অভিন্ন ও অবিচ্ছেদ্য অংশ। এটা চিরন্তন ও অকাট্য সত্য। বেজিং যতই চেষ্টা করুক এই তথ্য কখনও বদলাবে না।