• মর্মান্তিক! বিয়েবাড়ি থেকে ফেরার পথে খালে পড়ল যাত্রীবাহী গাড়ি, উত্তরপ্রদেশে মৃত ৫
    প্রতিদিন | ২৬ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আনন্দ মুহূর্তে নিমেষেই বদলে গেল বিষাদে! বিয়ে বাড়ি থেকে ফেরার সময় একটি খালে গিয়ে পড়ল যাত্রীবাহী গাড়ি। মৃত্যু ৫ জনের। মঙ্গলবার রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh Accident) লখিমপুর খেরিতে। কিন্তু কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, গাড়িটিতে মোট সাত জন যাত্রী ছিলেন। তাঁরা প্রত্যেকেই বাহারাইচের বাসিন্দা। এদিন রাতে তাঁরা একটি বিয়েবাড়ি থেকে ফিরছিলেন। ঢেখেরওয়া-গির্জাপুরি হাইওয়েতে আসার পরই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খালে গড়িয়ে পড়ে। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। কিন্তু ততক্ষণে গাড়িটি প্রায় ডুবে গিয়েছে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। দীর্ঘক্ষণের চেষ্টায় যাত্রীদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পাঁচ জনকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় বাকি দু’জন ওই হাসপাতালেই চিকিৎসাধীন।

    পুলিশের এক আধিকারিক বলেন, “কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা এখনও জানা য়ায়নি। ইতিমধ্যেই আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচ জনের”
  • Link to this news (প্রতিদিন)