• আত্মঘাতী নামী পানমশলা সংস্থার কর্ণধারের পুত্রবধূ! সুইসাইড নোটে লিখলেন…
    প্রতিদিন | ২৬ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের নামী পানমশলা সংস্থার কর্ণধার কমলকিশোর চৌরাসিয়ার পুত্রবধূর অস্বাভাবিক মৃত্যু। মঙ্গলবার দক্ষিণ দিল্লির বসন্ত বিহারে চৌরাসিয়ার বাড়ি থেকেই উদ্ধার হয়েছে দীপ্তি চৌরাসিয়া নামে ওই যুবতীর দেহ। অভিযোগ, আত্মঘাতী হয়েছেন তিনি। মৃতদেহের কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

    ২০১০ সালে দীপ্তি চৌরাসিয়ার সঙ্গে বিয়ে হয় কমলকিশোরের পুত্র হরপ্রীতের। তাঁদের ১৪ বছরের একটি পুত্র রয়েছে। সংবাদ সংস্থা এএনআই-এর রিপোর্ট অনুযায়ী, মঙ্গবার দুপুরে বাড়ির ভেতর থেকেই উদ্ধার হয় দীপ্তির ঝুলন্ত দেহ। সূত্রের খবর, নিজের ওড়নায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি। পরিবারের লোকজন এই দৃশ্য দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে দিল্লির সাফদরজং হাসপাতালে পাঠায়। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয় একটি সুইসাইড নোট। নিজের মৃত্যুর জন্য পরিবারের কাউকে দায়ী না করলেও, সুইসাইড নোটে দীপ্তি লিখেছেন, ‘যদি সম্পর্কে প্রেম ও বিশ্বাস না থাকে, তাহলে জীবন অর্থহীন।’ সুইসাইড নোটের ভিত্তিতে তদন্তকারীদের অনুমান, স্বামী হরপ্রীতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছিল দীপ্তির। যার জেরেই এই চরম পদক্ষেপ।

    এই ঘটনায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে দিল্লি বসন্তবিহার থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, হরপ্রীতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই কাণ্ড ঘটিয়েছেন দীপ্তি। নিশ্চিতভাবে না জানা গেলেও, একাধিক সংবাদমাধ্যম সূত্রের খবর, দীপ্তির পাশাপাশি আরও এক মহিলাকে বিয়ে করেছিলেন হরপ্রীত। তিনি নাকি আবার দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী। আপাতত এই বিষয়ে স্পষ্টভাবে কিছু জানাতে নারাজ পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)