• আল ফালাহর অদূরে মাটির নিচে লুকনো মাদ্রাসা, হামাসের কায়দায় সুড়ঙ্গে জঙ্গি কার্যকলাপ!
    প্রতিদিন | ২৬ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গি তৈরির কারখানা! দিল্লি বিস্ফোরণের পরই নজরে আসে হরিয়ানার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের অন্দরের ‘জেহাদি’ কার্যকলাপ। ইতিমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানটির আর্থিক লেনদেনে গরমিলের হদিশ মিলেছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাভেদ আহমেদ সিদ্দিকিকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানটির অদূরে মাটির নিচে লুকনো একটি মাদ্রাসার খোঁজ পেল তদন্তকারীরা। যা ঘিরে ইতিমধ্যেই রহস্য দানা বেঁধেছে। হামাসের কায়দায় তাহলে সুড়ঙ্গে চলত জঙ্গি কার্যকলাপ? উঠছে প্রশ্ন।

    সূত্রের খবর, ফরিদাবাদের ধৌজ গ্রামের কাছে নির্জন এলাকায় মাটি থেকে প্রায় সাত ফুট নিচে মাদ্রাসাটি অবস্থিত। এটি ৪ থেকে ৫ হাজার বর্গফুট এলাকাজুড়ে বিস্তৃত। তবে তদন্তকারীরা জানাচ্ছেন, মাদ্রাসাটির নির্মাণ কিছুটা অস্বাভাবিক। অন্যান্য মাদ্রাসাগুলির মতো নয়। এর দেওয়ালগুলি অত্যন্ত পুরু এবং মাটিতে বিশেষ এক ধরনের প্ল্যার্টফর্ম বসানো। জানা গিয়েছে, মাদ্রাসাটি যে যুবকের নামে নিবন্ধিত, তাঁর নাম মৌলনা ইশতিয়াক। তিনি আবার দিল্লি হামলার আত্মঘাতী জঙ্গি উমর উন-নবির অন্যতম সহযোগী মুজাম্মিল শাকিলে এক সময়ে ঘর ভাড়া দিয়েছিলেন। তাহলে কি দিল্লি বিস্ফোরণের সঙ্গে ইশতিয়াকেরও যোগ রয়েছে? এই বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে ইশতিয়াককে ইতিমধ্যেই গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা।   

    ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধার, বেশ কয়েকজন চিকিৎসকের গ্রেপ্তারি এবং তারপর দিল্লি বিস্ফোরণের সঙ্গেই জড়িয়ে যায় আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের নাম। সূত্রের খবর, আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন চিকিৎসক রয়েছে এই নাশকতার নেপথ্যে। দিল্লি বিস্ফোরণের আত্মঘাতী জঙ্গি উমর এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গেই যুক্ত ছিল। গত কয়েকদিনে দেশজুড়ে বেশ কয়েকজন চিকিৎসককে জঙ্গি যোগে গ্রেপ্তার করা হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে এদের অনেকেরই আল ফালাহ যোগ পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে এবার  শিক্ষাপ্রতিষ্ঠানটির অদূরে মাটির নিচে লুকনো রহস্যজনক একটি মাদ্রাসার খোঁজ পাওয়া গেল।
  • Link to this news (প্রতিদিন)