• তিন বছর ধরে নাবালিকাদের ধর্ষণ! দুই মামলার একটিতে রেহাই ‘ধর্মগুরু’র
    প্রতিদিন | ২৬ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বস্তি পেলেন নাবালিকা ধর্ষণে অভিযুক্ত কর্নাটকের মাইসুরুর লিঙ্গায়েত ধর্মগুরু শিবমূর্তি মুরুগা শরণারু। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া দুই মামলার একটিতে এদিন নিম্ন আদালত তাঁকে রেহাই দিয়েছে। ২০২২ সালের ১ সেপ্টেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। ১৪ মাস জেলে থাকার পর তিনি জামিন পেলেও ফের তাঁকে গ্রেপ্তার করা হয়।

    প্রায় সাড়ে তিন বছর ধরে ১৫ ও ১৬ বছরের দুই কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত ধর্মগুরু শিবমূর্তি। অবশেষে ২০২২ সালের আগস্ট মঠ থেকে এক নাবালিকা পালিয়ে গিয়ে মাইসুরুর একটি স্বেচ্ছাসেবী সংগঠনের দ্বারস্থ হয়। এর পরই মাইসুরু থানায় লিঙ্গায়েত ধর্মগুরুর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। তাঁকে প্রাথমিক ভাবে আটক করার পর ছেড়ে দেওয়া হলে বিক্ষোভে উত্তাল হয় মাইসুরু শহর। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। কিন্তু ২০২৩ সালের নভেম্বরে তাঁকে জামিন দেয় হাই কোর্ট। কিন্তু ২০ নভেম্বর ফের তাঁকে গ্রেপ্তার হতে হয় দ্বিতীয় একটি মামলার জন্য। নাবালিকাদের শারীরিক পরীক্ষা করে দেখা যায়, তিন বছর ধরে তারা যৌন হেনস্তার শিকার।

    অভিযুক্ত ধর্মগুরুর বিরুদ্ধে ২০২২ সালের ২৬ আগস্ট প্রথম মামলা দায়ের করা হয়। এরপর দ্বিতীয় মামলাটি দায়ের করেন দুই নির্যাতিতা কিশোরীর মা। তিনি পকসো আইনে অভিযোগ দায়ের করেন। দাবি করেন, তাঁর দুই মেয়ে ছাড়াও আরও দুই নাবালিকাকে যৌন হেনস্তা করেছেন অভিযুক্ত। ২০১৯ থেকে ২০২২- টানা তিনবছর ধরে ওই অত্যাচার চলছিল বলেও তিনি অভিযোগ করেন। এই মামলাতেই তাঁর জামিনের আবেদন নাকচ করে সুপ্রিম কোর্ট আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল শিবমূর্তিকে। অবশেষে পকসো আইনে দায়ের করা মামলাটিতে রেহাই পেলেন তিনি।
  • Link to this news (প্রতিদিন)