• অক্সিজেন সিলিন্ডার ফেটে বিস্ফোরণে জখম ২, ৫০ ফুট দূরে ছিটকে পড়ল হাত-পা!
    প্রতিদিন | ২৬ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অক্সিজেন সিলিন্ডার গাড়ি থেকে নামানোর সময় ভয়াবহ বিস্ফোরণ! গুরুতর জখম হলেন দুই ব্যক্তি। শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল হাত-পা। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বিচ্ছিন্ন হাত-পা প্রায় ৫০ ফুট দূরে ছিটকে পড়ে! আজ, বুধবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে (Rampurhat)। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জখমরা রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি বলে খবর।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে আটটা নাগাদ রামপুরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের একটি দোকানে লরি থেকে অক্সিজেন ভর্তি সিলিন্ডার নামানো হচ্ছিল। ১৪ নম্বর জাতীয় সড়কের পাশে ওই দোকানটি রয়েছে। ওই গাড়ির চালক ও খালাসি আবু তালেব ও উজির হোসেন ওইসব সিলিন্ডার নামাচ্ছিলেন বলে খবর। সেসময়ই ঘটে বিপত্তি। গাড়ি থেকে একটি অক্সিজেন ভর্তি সিলিন্ডার মাটিতে পড়ে গিয়ে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে একজনের একটি হাত ও অন্যজনের একটি পা উড়ে যায়। তীব্রতা এতটাই বেশি ছিল যে, শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে হাত-পা প্রায় ৫০ ফুট দূরে ছিটকে গিয়েছিল। বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে ওই এলাকা।

    ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। ঘটনা দেখে আঁতকে ওঠেন তাঁরা। জখমদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। রামপুরহাট (Rampurhat) থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার পরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
  • Link to this news (প্রতিদিন)