রেললাইনে বসে হাতে মোবাইল, কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় মৃত্যু কিশোরীর
প্রতিদিন | ২৬ নভেম্বর ২০২৫
দেবব্রত মণ্ডল, বারুইপুর: দু’কানে হেডফোন লাগিয়ে গল্প করাই কাল! ট্রেনের ধাক্কায় মৃত্যু এক কিশোরীর। আপ ক্যানিং-শিয়ালদহ লোকালের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, শিয়ালদহ দক্ষিণ শাখার কালিকাপুর ও বিদ্যাধর স্টেশনের মাঝে। নাবালিকার মৃত্যুতে শোকের ছায়া পরিবারে।
সোনারপুর জিআরপি সূত্রে জানা গিয়েছে, নাবালিকার নাম দিপশা পাল। বয়স ১৪ বছর। সে মন্দিরবাজার থানা এলাকার বাসিন্দা। মঙ্গলবার রাতে এক আত্মীয়ের বাড়িতে যায় সে। রাতে আত্মীয়ের বাড়ি থেকে বেরিয়ে বিদ্যাধরপুর ও কালিকাপুর স্টেশনের মাঝে রেল লাইনের ধারে গল্প করছিল সে। সেই সময়ই লাইনে চলে আসে আপ ক্যানিং-শিয়ালদহ লোকাল। কানে হেডফোন থাকায়, ট্রেনের হর্নের শব্দ শুনতে পারেনি দিপশা। ট্রেনটি ধাক্কা মারে তাকে। লাইনের ধারে ছিটকে পড় সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় সোনারপুর জিআরপির আধিকারিকরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে তাঁরা। মোবাইল ও ফোনটি উদ্ধার করেছেন তাঁরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, কালিকাপুর স্টেশন থেকে ট্রেনটি বিদ্যাধরপুর স্টেশনে ঢোকার আগেই বেশ কিছুক্ষণ ধরে হর্ন দিয়েছিল। কিন্তু মেয়েটি শুনতে পায়নি। তার জেরেই এই দুর্ঘটনা।