বিশ্ববিদ্যালয়ের ভিতর ছাত্রীর শ্লীলতাহানি! প্রতিবাদ করলে ধর্ষণ করে খুনের হুমকি বহিরাগত যুবকের
প্রতিদিন | ২৬ নভেম্বর ২০২৫
শঙ্করকুমার রায়, রায়গঞ্জ: বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ বহিরাগত যুবকের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ করলে ধর্ষণ করে খুনের হুমকি অভিযুক্তের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের (Raiganj University) ক্যাম্পাসের মধ্যেই। যা নিয়ে আতঙ্কিত পড়ুয়ারা। প্রশ্ন উঠছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়েও। ইতিমধ্যে স্থানীয় রায়গঞ্জ থানাতে অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা ওই তরুণী। শুরু হয়েছে ঘটনার তদন্ত। খোঁজ চালানো হচ্ছে অভিযুক্তের। অন্যদিকে ঘটনায় নড়েচড়ে বসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তড়িঘড়ি গঠন করা হয়েছে চার সদস্যের তদন্ত কমিটিও। এমনকী পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। যেখানে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছে।
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের (Raiganj University) অন্তর্বর্তী উপাচার্য দীপক কুমার রায় জানিয়েছেন, ”অভিযোগ পেয়েছি। থানার সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।” শুধু তাই নয়, পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে বিশ্ববিদ্যালয়ের বাইরে পুলিশ পিকেট বসানোর সিদ্ধান্ত নেওয়া নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দীপক কুমার রায়। বিশ্ববিদ্যালয়ের মধ্যেও নিরাপত্তায় জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। কিন্তু ঘটনায় উঠছে প্রশ্ন! বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় ৫০টিরও বেশি সিসি ক্যামেরা রয়েছে। গোটা ক্যাম্পাসে ৪৮ জন নিরাপত্তা রক্ষীও মোতায়েন রয়েছে। এরপরেও কীভাবে এই ঘটনা?
বিশ্ববিদ্যালয় ও পুলিশ সূত্রে খবর, ঘটনার সূত্রপাত সোমবার দুপুরে। বন্ধুদের সঙ্গেই ক্যাম্পাসের মধ্যেই টিফিন খাচ্ছিলেন স্নাতক স্তরের রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় বর্ষের ওই ছাত্রী। সেই সময় হঠাৎ করেই বহিরাগত এক যুবক ক্যাম্পাসে ঢুকে ওই তরুণীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। অভিযোগ, ছাত্রীর হাত ধরে টানাটানি করে কুপ্রস্তাব দিতে থাকে। আর প্রতিবাদ করতেই তেড়েফুঁড়ে অভিযুক্ত ওই যুবক ওই ছাত্রীকে প্রকাশ্যে সহপাঠীদের সামনে ধর্ষণ করে খুনের হুমকি দিতেও সামান্য ভ্রুক্ষেপ করেনি বলে অভিযোগ। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে ক্যাম্পাসের ছাত্রছাত্রী মহলে।
বুধবার দুপুরে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটির মুখোমুখি হয়ে আতঙ্কিত ছাত্রীর অভিযোগ,” এই ঘটনা আমার সঙ্গে গত কয়েকদিন ধরেই করছে অভিযুক্ত বহিরাগত যুবকের নাম গৌড় মল্লিক। এমনকি বাড়িতে যাওয়ার কুপ্রস্তাব পর্যন্ত দিয়েছে। ওই যুবকের বিরুদ্ধে অসামাজিক কাজের অনেক অভিযোগ রয়েছে। তারপর বিশ্ববিদ্যালয়ে এসে এক ছাত্রনেতার জন্মদিনের কেক কাটছে এই যুবক। কর্তৃপক্ষকে জানিয়েছি এবং পুলিশেও অভিযোগ জানানো হয়েছে।” অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ক্যাম্পাসে থাকা সমস্ত সিসি ফুটেজ খতিয়ে দেখা হবে বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান এদিন। শুধু তাই নয়, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেও অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ।