• বিদেশি পর্যটকদের আকর্ষণে দ্বিতীয় স্থানে বাংলা, কেন্দ্রের সার্টিফিকেটে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী
    প্রতিদিন | ২৬ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটনের (West Bengal Tourism) সাফল্যে নতুন পালক। বাংলার পর্যটন কেন্দ্রগুলির সৌন্দর্য ও আতিথেয়তায় বিদেশি পর্যটকদের আকর্ষণের তালিকায় এই মুহূর্তে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। বাংলায় অধিক সংখ্যায় এখন বিদেশি পর্যটকরা ঘুরতে আসছেন। ভারত সরকারের পর্যটন মন্ত্রক সম্প্রতি ইন্ডিয়া টুরিজম ডেটা কম্পেন্ডিয়াম ২০২৫ সালের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকাতেই পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এদিন এক্স হ্যান্ডেলে এই বিষয়ে বার্তা দিয়েছেন। এই সাফল্যের জন্য পর্যটনের সঙ্গে জড়িতদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

    বাংলা বরাবরই পর্যটনের কেন্দ্রবিন্দুতে রয়েছে। পর্যটনের পীঠস্থানও বলা যেতে পারে। একদিকে পাহাড়, হিমালয়ের লোকে থাকা শৈলশহর দার্জিলিংয়ের সৌন্দর্য। অন্যদিকে, সুন্দরবনের গভীর অরণ্যের পাশাপাশি আছে রয়্যাল বেঙ্গল টাইগার। এছাড়াও পূর্ব মেদিনীপুরের দিঘার বিস্তীর্ণ সমুদ্রসৈকত। এই তিন জায়গাই নয়, রাজ্যের বিভিন্ন জেলায় রয়েছে একাধিক পর্যটন কেন্দ্র। রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পর্যটনে আরও জোর দিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশেই রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিকে আরও ঢেলে সাজানো হয়েছে। কলকাতার উপকণ্ঠে একাধিক পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। কেবল হোটেল নয়, হোম স্টে ব্যবসাও শুরু হয়েছে পাহাড়ে। পর্যটকদের থাকার সুবিধার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও আর্থিক ও জীবনযাত্রার মান উন্নত হয়েছে বলে খবর। হোম স্টে-র উপর আরও জোর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী।
  • Link to this news (প্রতিদিন)