• ভয়াবহ পথ দুর্ঘটনা ছত্তিসগড়ে, মৃত মেদিনীপুরের ৩ পরিযায়ী শ্রমিক, জখম ১
    এই সময় | ২৬ নভেম্বর ২০২৫
  • ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পশ্চিম মেদিনীপুরের চার পরিযায়ী শ্রমিক। মৃত্যু তিন জনের এবং গুরুতর জখম এক। সূত্রের খবর, মৃতদের নাম মনোরঞ্জন সিং (২৪), পঙ্কজ সিং (২৮) এবং প্রসেনজিৎ ধাড়া (২২)। আহত ব্যক্তির নাম শুভাশিস চক্রবর্তী (৩৪)। প্রত্যেকেই কাজের সূত্রে ছত্তিসগড়ে গিয়েছলেন। সেখানেই সোমবার রাতে পথ দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। পুলিশ দেহগুলি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন। একজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। ঘটনা সোমবার ঘটলেও প্রকাশ পেয়েছে বুধবার।

    পুলিশ সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার ক্ষিরাই এলাকার বারপুরী গ্রামে বাসিন্দা ছিলেন ওই চার পরিযায়ী শ্রমিক। ২৫ দিন আগে তাঁরা একসঙ্গে ছত্তিসগড়ের রায়পুরে ফুল চাষের কাজে গিয়েছিলেন। সোমবার রাতে ফুল চাষের কাজ সেরে একটি চারচাকা গাড়িতে করে তাঁরা ভাড়া বাড়িতে ফিরছিলেন। সেই সময়ে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়ি রাস্তায় উল্টে যায়।

    গাড়িতে ৫ থেকে ৭ জন ছিলেন। তাঁদের মধ্যে চারজন ছিলেন পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। বাকিদের নাম, পরিচয় জানা যায়নি। তবে তাঁরাও গুরুতর ভাবে জখম। মৃত তিন পরিযায়ী শ্রমিকের দেহ ময়নাতদন্তের পরে আজ বুধবার পশ্চিম মেদিনীপুরের বাড়িতে পৌঁছেছে। ছোটবেলার তিন বন্ধুর অকাল মৃত্যুতে শোকের ছায়া পুরো এলাকায়। পিংলা পঞ্চায়েত সমিতির সদস্য মহম্মদ কামরুল জামাল আশ্বাস দিয়েছেন মৃতদের পরিবারের পাশে থাকার।

    কী কারণে ঘটনাটি ঘটেছে, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে ছত্তিসগড় পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণেই দুর্ঘটনাটি ঘটে। এ ছাড়াও, অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

  • Link to this news (এই সময়)