• বারাসত সাংগঠনিক জেলায় এসআইআরের দায়িত্ব প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষকে দিল তৃণমূল
    আনন্দবাজার | ২৬ নভেম্বর ২০২৫
  • বারাসত লোকসভা সাংগঠনিক জেলায় গুরুত্বপূর্ণ বদল করল তৃণমূল। প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষকে এই লোকসভা সাংগঠনিক জেলায় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। সূত্রের খবর, সম্প্রতি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে বারাসত লোকসভার এসআইআর সংক্রান্ত কাজ সন্তোষজনক নয় বলে উল্লেখ করা হয়। এরপরই সংগঠনের শীর্ষমহল উদ্যোগী হয়ে এই এলাকায় দ্রুত কর্মতৎপরতা বাড়াতে অর্পিতাকে যুক্ত করার সিদ্ধান্ত নেয়। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত বারাসতের এসআইআরের কাজ দেখভাল করতে হবে তাঁকে। ওই লোকসভা এলাকায় ১০০ শতাংশ এসআইআর ফর্ম পূরণ করিয়ে তা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন অভিষেক।

    তৃণমূল সূত্রে খবর, এসআইআর সংক্রান্ত রিপোর্টের কাজ রাজ্যের বিভিন্ন জেলায় ভাল গতিতে এগোলেও বারাসত লোকসভা ক্ষেত্রে বেশ কিছু সমস্যা ধরা পড়েছে। এলাকায় তথ্য সংগ্রহ, বিএলএ-২দের সমন্বয় এবং ওয়ার রুমে নজরদারি, তিন ক্ষেত্রেই ঘাটতির অভিযোগ উঠে আসে। তাই সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংহত করতে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে অর্পিতাকে। দলের তরফে মনে করা হচ্ছে, সাংসদ হিসেবে তাঁর অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতা বারাসতে এসআইআর কাজকে গতি দেবে। অর্পিতাকে দায়িত্ব দেওয়ার পর তৃণমূলের জেলা নেতৃত্ব আশাবাদী যে আগামী সপ্তাহগুলিতে এসআইআর কার্যক্রমে দৃশ্যত পরিবর্তন দেখা যাবে। স্থানীয় নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে বৈঠক করে দ্রুতই রূপরেখা তৈরি করবেন তিনি। দলীয় সূত্রে খবর, এসআইআর প্রকল্পকে কেন্দ্র করে সংগঠনের শক্তি বাড়ানোই এখন প্রধান লক্ষ্য। বারাসত লোকসভায় এই নতুন দায়িত্ব দলের সামগ্রিক কৌশলগত প্রস্তুতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। দায়িত্ব পাওয়ার পরেই অর্পিতা যোগাযোগ শুরু করেছেন ওই এলাকার নেতাদের সঙ্গে। প্রসঙ্গত, বারাসত, মধ্যমগ্রাম, দেগঙ্গা, হাবড়া, অশোকনগর, বিধাননগর ও রাজারহাট গোপালপুর বিধানসভার কাজ দেখতে হবে তাঁকে।

    সোমবার বৈঠকে অভিষেক জেলাভিত্তিক এসআইআর সফল ভাবে করতে দায়িত্ব বন্টন করেছেন দলের শীর্ষ নেতাদের। অরূপ বিশ্বাসকে হুগলী ও দুই বর্ধমান, স্নেহাসিশ চক্রবর্তী কৃষ্ণনগর, রানাঘাট,মানস ভুঁইয়াকে বাঁকুড়া ও পুরুলিয়া, মলয় ঘটককে পশ্চিম মেদিনীপুর সামিরুল ইসলামকে উত্তর দিনাজপুর ও মালদহ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে মুর্শিদাবাদ, ফিরহাদ হাকিমকে কলকাতার, প্রদীপ মজুমদারকে পশ্চিম বর্ধমান (যুগ্ম), দিলীপ মণ্ডলকে কোচবিহার, চন্দ্রিমা ভট্টাচার্যকে ঝাড়গ্রাম, সুজিত বসুকে বনগাঁ, বসিরহাট ও রানাঘাট (যুগ্ম), উদয়ন গুহকে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে (আইপিএস) দক্ষিণ দিনাজপুর, বেচারাম মান্নাকে পূর্ব মেদিনীপুরের দায়িত্ব দেওয়া হয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)