• ভাঙন সমস্যা সমাধানের আশ্বাস রাজ্যপালের
    আনন্দবাজার | ২৬ নভেম্বর ২০২৫
  • এক দিনের সফরে জেলায় এসে মুর্শিদাবাদে নদী ভাঙন সমস্যার সুষ্ঠু সমাধানের কথা জানালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

    এ দিন সকালে ট্রেনে বহরমপুরে পৌঁছে পরে জিয়াগঞ্জে যান রাজ্যপাল। সেখানকার কর্মসূচি শেষে সন্ধ্যায় লালগোলার আটরোশিয়া বিএসএফ ক্যাম্পে পৌঁছন তিনি। সেখানে বাসিন্দাদের অভাব অভিযোগ শোনেন তিনি। বৈঠক করেন বিএসএফ কর্তাদের সঙ্গে। স্থানীয় বাসিন্দা মহম্মদ শহিদুল ইসলাম বলেন, “রাজ্যপালকে বেহাল রাস্তা সংস্কার, আলোর ঘাটতি, নদী ভাঙন-সহ একাধিক বিষয়ে জানিয়েছি।’’ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল ভাঙন সমস্যা নিয়ে বলেন, “এ সমস্ত বিষয়গুলি যথাযথ ভাবে সমাধান করা উচিত। বিএসএফ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। কেন্দ্রীয় সরকার যা যা প্রয়োজন, সব ধরনের পদক্ষেপ করবে। আমিও বিষয়টি রাজ্য সরকারের কাছে তুলে ধরব।” বেলডাঙায় তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর প্রস্তাবিত ‘বাবরি’ মসজিদ তৈরি প্রসঙ্গে রাজ্যপাল বলেন, “আমি এ বিষয়ে কোনও বিতর্কে যাব না। আমি স্পষ্ট ভাবে বলতে চাই, এই বিষয়টি তাঁরা ধর্মনিরপেক্ষতার নামে তুলে ধরলেও, তা এ দেশের প্রকৃত সমস্যা নয়। এই ইস্যুকে পুনরুজ্জীবিত করার চেষ্টা অত্যন্ত সন্দেহজনক উদ্দেশ্যের পরিচয় বহন করে।’’ তিনি জানান, এই অবস্থার বিরুদ্ধে ভারতের সংবিধান এবং আইনশৃঙ্খলার পরিধির মধ্যেই সর্বোচ্চ দৃঢ়তার সঙ্গে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
  • Link to this news (আনন্দবাজার)