• আইএসএল জেতানো মোলিনাকে ছাঁটাই মোহনবাগানের! শুভাশিসদের দলে এলেন নতুন বিদেশি কোচ
    আনন্দবাজার | ২৬ নভেম্বর ২০২৫
  • গত মরসুমে আইএসএল লিগ-শিল্ড ও আইএসএল কাপ জেতানো হোসে মোলিনাকে ছাঁটাই করে দিল মোহনবাগান। নতুন কোচের নাম ঘোষণা করেছে দল। আইএসএল জয়ী কোচ সের্জিও লোবেরা হলেন সবুজ-মেরুনের নতুন কোচ।

    গত মরসুমে মোলিনাকে কোচ করেছিল মোহনবাগান। তিনিই প্রথম কোচ হিসাবে কলকাতার দলকে একই সঙ্গে আইএসএল লিগ-শিল্ড ও কাপ জিতিয়েছেন। ফলে এ বারও তাঁর হাতেই দায়িত্ব ছিল। মোহনবাগানের দলও মোটামুটি একই ছিল। যা বদল হয়েছে, তা মোলিনার নির্দেশেই। কিন্তু চলতি মরসুমে মোলিনার পারফরম্যান্স ভাল নয়। ডুরান্ড কাপ ও সুপার কাপে ব্যর্থ হয়েছে মোহনবাগান। ইস্টবেঙ্গলের কাছে দু’বার ডার্বি হেরেছে তারা। দলের খেলার সমালোচনা শুরু হয়েছে। ‘মোলিনা গো-ব্যাক’ স্লোগানও তুলেছিলেন সমর্থকেরা। ব্যর্থতার কারণেই সরিয়ে দেওয়া হল তাঁকে।

    আইএসএলে এর আগে মুম্বই সিটি এফসি ও ওড়িশা এফসির দায়িত্ব সামলেছেন লোবেরা। মুম্বইকে একই মরসুমে আইএসএল লিগ-শিল্ড ও কাপ জিতিয়েছেন তিনি। ফলে ভারতীয় ফুটবলের অভিজ্ঞতা তাঁর আছে। সেই কারণেই এক স্প্যানিশ কোচকে সরিয়ে আরও এক স্প্যানিশ কোচের হাতেই দলকে তুলে দিলেন সঞ্জীব গোয়েন্‌কা।

    মোহনবাগান জানিয়েছে, বুধবার লোবেরার সঙ্গে চুক্তি হয়েছে তাদের। আইএসএলের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা থাকলেও সময় নষ্ট করতে চাইছেন না লোবেরা। শুভাশিস বসু, জেমি ম্যাকলারেন, জেসন কামিংসদের নিয়ে ৩০ নভেম্বর থেকেই অনুশীলনে নেমে পড়বেন তিনি। আইএসএলের জট কাটলে যাতে আগে থেকেই প্রস্তুত থাকে দল, সে দিকেই নজর নতুন কোচের।

    চুক্তিতে সই করার পর মোহনবাগানের মিডিয়া দলকে লোবেরা বলেন, ‘‘মোহনবাগান সুপার জায়ান্টের দায়িত্ব নেওয়া আমার কাছে বিরাট সম্মানের। এই ক্লাবের ইতিহাস রয়েছে। সেই সঙ্গে রয়েছে আবেগ আর উচ্চাকাঙ্ক্ষা। আমি এমন একটা দল গড়ে তুলতে চাই, যারা সাহসিকতা ও জয়ের মানসিকতা নিয়ে খেলবে। আমরা একসঙ্গে কাজ করব।’’ তিনি আরও বলেন, ‘‘এই দলে প্রতিভা আছে। এই দল ভারতীয় ফুটবলে আধিপত্য বিস্তার করতে সক্ষম। আমি এখানে এসেছি সেই সম্ভাবনাকে আরও উচ্চতায় তুলে নিয়ে যেতে। মোহনবাগান শীর্ষে থাকার যোগ্য। আমরা প্রতিদিন কাজ করব সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে।’’
  • Link to this news (আনন্দবাজার)