একযোগে ২ কোটি আধার নম্বর বাতিল করল UIDAI, তালিকায় আপনারটা নেই তো?
প্রতিদিন | ২৭ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে সক্রিয় বহু অস্তিত্বহীন ব্যক্তির আধার কার্ড! যার ফলে বহুবিধ সমস্যার মুখে পড়তে হচ্ছে বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে। সেই সমস্যা থেকে নিস্তার পেতে এবার বড়সড় পদক্ষেপ করল UIDAI। একলপ্তে বাতিল করে দেওয়া হল ২ কোটির বেশি আধার। বুধবার কেন্দ্র জানিয়েছে, সরকারের হাতে মজুত তথ্যে স্বচ্ছতা আনার লক্ষ্যে ২ কোটির বেশি আধার নম্বর বাতিল করা হয়েছে।
কাদের আধার বাতিল হল? না কোনও জীবিত ব্যক্তির আধার বাতিল হয়নি। যে দু’কোটির বেশি আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে, সকলেই মৃত। কেন্দ্রের রেজিস্ট্রার জেনারেল, রাজ্য সরকার এবং বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক থেকে প্রাপ্ত মৃতদের তালিকার সঙ্গে মিলিয়ে মৃতদের ওই তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকা মিলিয়েই ২ কোটি আধার কার্ড বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্র জানিয়েছে, এখন যে সব আধার সক্রিয় রয়েছে তাঁদের মধ্যে কাদের মৃত্যু হয়েছে এবং মৃত্যুর পরও কাদের আধার কার্ড এখনও চালু রয়েছে, সে সম্পর্কে নির্দিষ্ট তথ্য myAadhaar অ্যাপের মাধ্যমে UIDAI-কে জানানোর জন্য সাধারণ নাগরিকদের উৎসাহিত করা হচ্ছে। কারণ মৃত ব্যক্তির আধার সক্রিয় থাকলে সেটার অপব্যবহারের সম্ভাবনা থাকে।
তবে দু’কোটি আধার নম্বর বাতিল হলেও এখনও বহু মৃত ব্যক্তির আধার সক্রিয়। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের করা আরটিআইয়ের জবাবে UIDAI জানিয়েছে, ২০১১ সালের পর থেকে গত ১১ বছরে মাত্র ১.১৫ কোটি আধার নিষ্ক্রিয় করা হয়েছে। এবার কেন্দ্র জানাল বাতিল আধারের সংখ্যাটা ২ কোটির কাছাকাছি।
এই মুহূর্তে আধারকে নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে গণ্য না করা গেলেও প্রায় সমস্ত সরকারি পরিষেবাই আধারের মাধ্যমে পাওয়া যায়। আবার আধার ব্যবহার করে অন্যান্য সরকারি নথির কাজটাও কঠিন নয়। ফলে এই মৃত ব্যক্তিদের আধারের অপব্যবহার হচ্ছে কিনা সেটা নিয়ে উদ্বেগ বাড়ছে।