বিরল খনিজ উৎপাদনে আত্মনির্ভর হবে দেশ! বড় পদক্ষেপ কেন্দ্রের
প্রতিদিন | ২৭ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেট তথা বিরল খনিজ উৎপাদনে দেশকে আত্মনির্ভর করার লক্ষ্যে বড় পদক্ষেপ করল মোদি সরকার। বুধবারই ৭২০০ কোটি টাকার এই প্রকল্পে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। এর ফলে চিনা আমদানির উপর নির্ভরতা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এই খনিজ বৈদ্যুতিক বাহন, পুনর্নবীকরণযোগ্য শক্তি, ইলেকট্রনিক্স, বিমান পরিষেবা, প্রতিরক্ষা ইত্যাদি খাতে ব্যবহৃত হয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এদিন সাংবাদিকদের বলেছেন, ”এই প্রকল্পে বিরল খনিজ উৎপাদনে উৎসাহিত করবে। লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে বছরে ৬ হাজার ম্যাট্রিক টন।” সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, সব মিলিয়ে ৭২৮০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। বছরে ১২০০ ম্যাট্রিক টন রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেট তৈরি জন্য তৈরি করা হবে পাঁচটি ইউনিট। সূত্রানুসারে জানা যাচ্ছে, আগামী পাঁচ বছরে বিরল খনিজের চাহিদা দ্বিগুণ হওয়ার কথা। এদিকে কেন্দ্র আপাতত ৭ বছরের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে। এর মধ্যে বছর দুয়েক সময়ে নির্মাণকেন্দ্র তৈরি করতে লাগবে। তারপরই শুরু হয়ে যাবে উৎপাদন। মনে করা হচ্ছে চাহিদা বাড়লে সেইমতো জোগান দেওয়া সমস্যা হবে না। সব মিলিয়ে এর জন্য দরকার পড়বে ৭২৮০ কোটি টাকা।
বলে রাখা ভালো, বর্তমানে ভারতে প্রতি বছর প্রায় ৪,০০০-৫,০০০ MTPA প্রয়োজন। তবে কিছু দেশ যখন এই খাতে বিনিয়োগ কমিয়ে দিচ্ছে, তখন কেন ভারত এমন পদক্ষেপ করছে। এই প্রশ্নেন জবাবে অশ্বিনী বলেন, এই মুহূর্তে এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। আর তাই ভারত এই পরিস্থিতিতে কাজে লাগাতে চায়। ভারতে আনুমানিক ৬.৯ মিলিয়ন টন এমটিপিএ মজুদ রয়েছে।