‘পরিবারের অপরাধ কী?’ ‘বুলডোজার অ্যাকশন’ নিয়ে যোগীকে বিঁধলেন প্রাক্তন প্রধান বিচারপতি গাভাই!
প্রতিদিন | ২৭ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বুলডোজার’ ব্যবহার নিয়ে ফের একবার মুখ খুললেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি বিআর গাভাই। ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি বিআর গাভাই বিভিন্ন অপরাধীদের বাড়ি ভেঙে ফেলার জন্য বুলডোজার ব্যবহারের তীব্র সমালচনা করেছেন তিনি। রাজ্য সরকারের এই বুলডোজার ব্যবহারকে আদালতের মতো আচরণ এবং যথাযথ প্রক্রিয়া ছাড়াই সম্মিলিত শাস্তির উদাহরণ বলেন তিনি।
সর্বভারতীয় সংবাদমাধ্যমকে গাভাই বলেন, এই রীতির অর্থ রাষ্ট্র নিজেই অপরাধীকে দোষী সাব্যস্ত করছে। পাশাপাশি, বিনা অন্যায়ে পুরো পরিবারকে শাস্তি দেওয়া হচ্ছে। তিনি বলেন, “যখন কোনও নাগরিক অপরাধমূলক কাজে জড়িত বলে প্রমাণিত হয়, তখন তার পরিবারের অপরাধ কী? কেন তাদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হবে? প্রশাসন বিচারক হিসেবে কাজ করতে পারে না।” তাঁর মতে, বুলডোজারের ব্যবহার আসলে অপরাধীর পরিবার এবং বাড়ির অন্যান্য নিরপরাধ বাসিন্দাদের মৌলিক অধিকার নষ্ট করা।
গাভাইয়ের দাবি, সংবিধান প্রণীত অধিকারগুলি রক্ষার জন্য জুডিশিয়াল অ্যাক্টিভিজম জরুরি হলেও তাকে নিজের সীমার মধ্যে থাকতে হবে। বিচারপতি গাভাই জোর দিয়ে বলেন, যদি পরবর্তীকালে বাড়ি ভাঙার কোনও ঘটনা অবৈধ প্রমাণিত হয়, তাহলে সরকারকেই বাড়িটির বানাতে হবে। তিনি বলেন, “যদি কোনও বাড়ি বেআইনিভাবে ভেঙে ফেলা হয়, তবে তা সরকারকে পুনর্নির্মাণ করতে হবে এবং দোষীদের কাছ থেকে টাকা আদায় করতে হবে।”