• স্ত্রীর সঙ্গে ঝগড়া! রেগেমেগে রাতের পার্ক স্ট্রিটে গাড়ি থামিয়ে ‘লুটপাট’ যুবকের
    প্রতিদিন | ২৭ নভেম্বর ২০২৫
  • অর্ণব আইচ: স্ত্রীকে সন্দেহ। তারই জেরে প্রথমে পারিবারিক ঝামেলা। সেই রাগ মেটাতেই প্রচণ্ড মদ‌্যপান করে নেশাগ্রস্ত অবস্থায় রাতের শহরে বাইকে করে লুটপাটে নেমে পড়ল যুবক। গভীর রাতে পার্ক স্ট্রিট ও শেক্সপিয়র সরণি এলাকায় পরপর দু’টি গাড়ি থামিয়ে অস্ত্র দেখিয়ে আরোহীদের উপর হামলা চালায় সে। শেষপর্যন্ত সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্ত যুবককে মধ‌্য কলকাতায় শনাক্ত করা হয়। যদিও বেগতিক বুঝে মুচিপাড়ার বাসিন্দা ওই যুবক গা ঢাকা দেয় দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের একটি ডেরায়।

    সেখান থেকেই প্রদীপ মুখোপাধ‌্যায় নামে ওই যুবককে গ্রেপ্তার করেন শেক্সপিয়র সরণি থানার পুলিশ আধিকারিকরা। সে কত টাকা লুঠ করেছে, পুলিশ তা জানার চেষ্টা করছে। পুলিশ জানিয়েছে, সোমবার গভীর রাতে প্রথমে পার্ক স্ট্রিট এলাকায় একটি গাড়ির সঙ্গে ইচ্ছাকৃতভাবে বাইক নিয়ে দুর্ঘটনা ঘটায় প্রদীপ। গাড়িটি দাঁড়ালে বাইক থেকে চপার বের করে চালক ও আরোহীকে ভয় দেখিয়ে ‘লুটপাট’করে।

    এরপর সে একইভাবে শেক্সপিয়র সরণিতে দুর্ঘটনা ঘটিয়ে গাড়ি থামিয়ে হামলা চালায়। এরপর সে পালিয়ে যায় বউবাজারের দিকে। সিসিটিভির একাধিক ফুটেজে তার বাইকের নম্বরের সূত্র ধরেই তাকে শনাক্ত করা হয়। গ্রেপ্তারির পর প্রদীপ পুলিশকে জানায়, সে তার স্ত্রীকে সন্দেহ করে। তারই জেরে স্ত্রীর সঙ্গে গোলমাল। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে প্রচণ্ড মদ‌্যপান ও নেশা করে সে। ধারালো চপার সংগ্রহ করে বাইক নিয়ে বেরিয়ে ‘লুটপাট’ চালাতে শুরু করে রাতের শহরে। এর পর পার্ক স্ট্রিট থানা তাকে গ্রেপ্তার করতে পারে বলে জানিয়েছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)