• হোয়াইট হাউসের সামনে এলোপাথাড়ি গুলি, রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লেন ২ জন ন্যাশনাল গার্ড, কী বললেন ক্ষুব্ধ ট্রাম্প?
    এই সময় | ২৭ নভেম্বর ২০২৫
  • হোয়াইট হাউসের সামনে রক্তারক্তি কাণ্ড। অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে গুরুতর জখম হলেন দু’জন ন্যাশনাল গার্ড। বৃহস্পতিবার ভোর রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওয়াশিংটনে। ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ। তবে ন্যাশনাল গার্ড সদস্যদের শারীরিক অবস্থার কথা জানা যায়নি। ঘটনার পরেই রীতিমতো হুঁশিয়ারির সুরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘কাউকে ছাড়ব না।’

    অপরাধের ঘটনায় লাগাম টানতে চলতি বছরেই রাজধানী ওয়াশিংটন ডিসি-র দায়িত্ব ন্যাশনাল গার্ডের হাতে তুলে দিয়েছিলেন ট্রাম্প। মূলত আইনশৃঙ্খলা রক্ষা করাই তাদের কাজ। তার পর থেকেই ওয়াশিংটন জুড়ে টহল দিচ্ছে ন্যাশনাল গার্ডের সদস্যরা। মোতায়েন রয়েছে হোয়াইট হাউসের সামনেও।

    এ দিন হোয়াইট হাউসের কয়েকটি ব্লক দূরে ডাউনটাউনে টহল দিচ্ছিলেন দু’জন ন্যাশনাল গার্ড সদস্য। আচমকাই তাঁদের লক্ষ্য করে গুলি চালান অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ। পাল্টা হামলা করেন ন্যাশনাল গার্ডের সদস্যরাও। রীতিমতো গুলির লড়াই শুরু হয়ে যায়। মেট্রোপলিটল পুলিশ জানিয়েছে, আহত দুই ন্যাশনাল গার্ড সদস্যের মধ্যে একজন মহিলা। তাঁদের রক্তাক্ত অবস্থায় অ্যাম্বুল্যান্সে তোলার ছবি সামনে এসেছে। ABC নিউজ়ের প্রতিবেদনে দাবি করা হয়েছে, দু’জনেরই অবস্থা আশঙ্কাজনক। তবে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি।

    গুলির লড়াইয়ের খবর সামনে আসতেই ঘটনাস্থলে পৌঁছয় ইউএস মার্শাল, এটিএফ এবং এফবিআই। তল্লাশি শুরু করে মেট্রোপলিটন পুলিশ। আকাশপথে নজরদারি চালাচ্ছে দু’টি হেলিকপ্টারও। কিছুক্ষণের মধ্যেই একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। তিনিও গুরুতর জখম বলে ABC নিউজ়ের প্রতিবেদন সূত্রে দাবি। হোয়াইট হাউস চত্বর এবং তার আশপাশে সব সময়েই কড়া নজরদারি থাকে। তার মধ্যেও অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ হামলা চালালেন কী ভাবে তা নিয়ে প্রশ্ন উঠছে।

    ট্রাম্প এখন হোয়াইট হাউসে নেই। থ্যাঙ্কসগিভিং উদযাপন করতে তিনি গিয়েছেন ফ্লোরিডায়। তবে সঙ্গে সঙ্গে গোটা ঘটনার কথা তাঁকে জানানো হয়। হোটাইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, ‘প্রেসিডেন্টকে পুরো ঘটনার কথা জানানো হয়েছে। হোয়াইট হাউস নজর রাখছে।’ স্থানীয় প্রশাসন পুরো পরিস্থিতি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউসারও।

    ঘটনার পরেই ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘দুই ন্যাশনাল গার্ড সদস্যের চিকিৎসা চলছে। যিনি গুলি চালিয়েছেন, তিনিও গুরুতর আহত। তবে তাঁকে ছাড়া হবে না। বড় মূল্য চোকাতে হবে। আমাদের ন্যাশনাল গার্ড, সেনা এবং পুলিশের সমস্ত সদস্যই মানুষ হিসাবে অসাধারণ। আমি আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে তাঁদের পাশে আছি।’

  • Link to this news (এই সময়)