আরএসএসকে নিয়ে বিতর্কে কমেডিয়ান কুণাল কামরা, পুলিশি পদক্ষেপের দাবি বিজেপির
বর্তমান | ২৭ নভেম্বর ২০২৫
মুম্বই: রাজনৈতিক নেতাদের নিয়ে ব্যঙ্গ করার ক্ষেত্রে কমেডিয়ান কুণাল কামরার জুড়ি মেলা ভার। আর এই আচরণের জন্য বার বার তাঁকে নানা দলের ক্ষোভের মুখে পড়তে হয়েছে। ফের একবার বিতর্ক। এবার তিনি মজা করলেন আরএসএসকে নিয়ে। গায়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের লোগো আর তার সঙ্গে একটি কুকুরের ছবি দেওয়া টি-শার্ট পরে সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ছবি ভাইরাল হয়। তারপর থেকেই শিল্পীকে গ্রেফতারের দাবিতে সোচ্চার আরএসএস, বিজেপি ও শিবসেনা। অবিলম্বে কামরার বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের দাবি জানিয়েছে বিজেপি ও আরএসএস। প্রথমেই কুণালের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন বিজেপির চন্দ্রশেখর বাওয়ানকুলে। পুলিশের উদ্দেশে তিনি বলেন, কোনও ব্যক্তি যদি বিতর্কিত পোস্ট করে কাউকে অসম্মানের চেষ্টা করেন, তাহলে তাঁর বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার।
বিজেপির পাশাপাশি কুণালের পোস্টের বিরোধিতা করেছেন প্রবীণ শিবসেনা নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী সঞ্জয় শিরসাত। তিনি অভিযোগ করেন, এর আগেও কুণাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের উপ মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধেকে নিয়ে ব্যঙ্গ করেছেন। আর এখন আরএসএসকে নিয়ে দুঃসাহস দেখাচ্ছে।
তবে কামরা অবশ্য এই বিতর্ক নিয়ে একেবারেই বিচলিত নন। সোশ্যাল মিডিয়ায় তাঁর উত্তর, যে টি-শার্ট পরে ছবি দিয়েছেন, সেটি কোনও কমেডি ক্লাবের নয়। অনেকেই মনে করছেন, তাঁর কমেডি শো-কে যাতে রাজনীতির সঙ্গে জড়ানো না হয়, সে কারণেই এহেন জবাব দিয়েছেন কামরা।