নয়াদিল্লি: পানমশলা টাইকুন কমল কিশোর চৌরাসিয়ার পুত্রবধূ আত্মঘাতী। চাঞ্চল্য দক্ষিণ দিল্লির বসন্ত বিহারে। জানা যাচ্ছে, মৃত দীপ্তি চৌরাসিয়া (৪০) কমল কিশোরের ছেলে হরপ্রীতের স্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, দেহের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও। সেখানে এই পরিণতির জন্য কাউকে দায়ী করা হয়নি। সুইসাইড নোটে লেখা রয়েছে, ‘যদি সম্পর্কে ভালোবাসা ও ভরসা না থাকে, তাহলে জীবনের কোনও অর্থ নেই।’ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক জটিলতার কারণেই আত্মঘাতী হয়েছেন দীপ্তি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ২০১০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন হরপ্রীত ও দীপ্তি। দম্পতির একটি ১৪ বছরের পুত্রসন্তান রয়েছে। দেহের ময়না তদন্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।