নয়াদিল্লি: অপারেশন সিন্দুরের সময় জম্মু ও কাশ্মীরের উরিতে হাইড্রো ইলেকট্রিক প্রকল্পগুলিকে লাগাতার নিশানা করেছিল পাকিস্তান। সেই সময়ে ওই জায়গার নিরাপত্তার দায়িত্বে ছিল ১৯ জন সিআইএসএফ জওয়ান। নিজেদের কর্তব্য পালনের পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে নিয়ন্ত্রণ রেখার কাছের একটি হাইড্রো ইলেকট্রিক প্রকল্প সংলগ্ন এলাকা থেকে ২৫০ জনকে উদ্ধার করে তাঁরা। গত মঙ্গলবার তাঁদের বিশেষ সম্মানে ভূষিত করা হয়।
বুধবার সিআইএসএফের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘২০২৫ সালের মে মাসে সীমান্তে তুমুল গোলাগুলি চলছিল। সেই সময়ে উরি হাইড্রো ইলেকট্রিক প্রকল্পে দায়িত্বে ছিলেন সিআইএসএফের একটি দল। তাঁরা অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় সম্পত্তি রক্ষা করার পাশাপাশি নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ২৫০ জন সাধারণ মানুষকে উদ্ধার করে।’ আরও বলা হয়, কমান্ড্যান্ট রবি যাদবের নেতৃত্বে সিআইএসএফের ওই দলটি শত্রুদের ড্রোন ধ্বংস করে ওই ন্যাশনাল হাইড্রোলিক পাওয়ার কর্পোরেশনের কর্মী ও তাঁদের পরিবারের ২৫০ জনকে নিরাপদে বাঙ্কারে ফিরিয়ে আনেন। গত মঙ্গলবার নয়াদিল্লিতে সিআইএসএফের সদর দপ্তরে ১৯ জনকে ডিরেক্টর জেনারেল’স ডিস্ক সম্মানে ভূষিত করা হয়।