এআই যুক্ত স্বয়ংক্রিয় ড্রোন বিধ্বংসী ব্যবস্থা প্রকাশ্যে
বর্তমান | ২৭ নভেম্বর ২০২৫
হায়দরাবাদ: দেশের স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা অন্য উচ্চতায় পৌঁছোল। বুধবার বেসরকারি সংস্থা ইন্দ্রজাল ড্রোন ডিফেন্সের পক্ষ থেকে অ্যান্টি ড্রোন পেট্রল ভেহিকেল (এডিপিভি) নামে এআই যুক্ত স্বয়ংক্রিয় ড্রোন বিধ্বংসী ব্যবস্থা সামনে আনা হয়েছে। সংস্থার দাবি, তাদের তৈরি ‘ইন্দ্রজাল রেঞ্জার’ শত্রু পক্ষের ড্রোন চিহ্নিত করে তার উপর নজর রাখতে পারবে। প্রয়োজন হলে সেই ড্রোনকে ধ্বংস করারও ক্ষমতা রাখে এই ব্যবস্থা। নিয়ন্ত্রণ রেখায় কড়াকড়ি শুরু হওয়ার পর থেকে পাকিস্তান এখন মাদক চোরাচালান এবং জঙ্গিদের হাতে অস্ত্র পৌঁছে দিতে ড্রোনের ব্যবহার শুরু করেছে। অনেক সময়ই নিরাপত্তাকর্মীদের নজর এড়িয়ে তা আছড়ে পড়ছে সীমান্ত এলাকায়। এই সমস্ত ড্রোনগুলিকে আটকাতে ‘ইন্দ্রজাল রেঞ্জার’ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে সংস্থার দাবি।
ইন্দ্রজালের প্রতিষ্ঠাতা এবং সিইও কিরণ রাজু বলেন, ‘মাদক বা অস্ত্র চোরালানকারীরা এখন আর হেঁটে সীমান্ত পার হচ্ছে না। তারা আকাশ পথকে বেছে নিয়েছে। এই নতুন ধরনের যুদ্ধক্ষেত্রের জন্য ইন্দ্রজাল রেঞ্জার কার্যকর ভূমিকা নেবে।’ উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ১০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে চিহ্নিত করতে পারে এই ড্রোন বিধ্বংসী ব্যবস্থা। এরপর ৪ কিলোমিটারের মধ্যে থাকা লক্ষ্যবস্তুকে ধ্বংস করার ক্ষমতা রয়েছে। চব্বিশ ঘণ্টা নজরদারি চালাতে পারে এআই যুক্ত এই ব্যবস্থা।